সংক্রমণের দু’বছর পরেও থেকে যেতে পারে কোভিডের লক্ষণ

 


ODD বাংলা ডেস্ক: ল্যানসেটের নতুন এক গবেষণায় দেখা গেছে, করোনামুক্ত হওয়ার পরেও প্রায় দুই বছর মতো রোগীদের মধ্যে এর লক্ষণ থেকে যেতে পারে।


মূলত, চীনের কোভিড রোগীদের মধ্যে এই গবেষণাটি চালানো হয়। যারা লং কোভিডে ভুগছেন, তাদের মধ্যে করোনা পরবর্তী সময়েও বিভিন্ন শারীরিক লক্ষণ দেখা দিয়েছে।


এমনকি, করোনার টিকা নেওয়া থাকলেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে বলে উঠে আসে ওই গবেষণায়।


এর অন্যতম কারণ হিসেবে গবেষকরা বলেন, কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর সঠিকভাবে শরীরের যত্ন না নেওয়ার ফলেই লক্ষণগুলো থেকে যাচ্ছে।


পুষ্টিকর খাবার না খাওয়া ও অস্বাস্থ্যকর জীবনযাপন করার ফলে এক বছর আগে কোভিড মুক্ত হওয়া ব্যক্তিরাও ক্লান্তি, দুশ্চিন্তা, অনিদ্রার মতো উপসর্গে ভুগছেন।


গবেষণা বলছে, করোনা আক্রান্ত হওয়ার ছয় মাস পরে প্রায় ৬৮ শতাংশ রোগীর মধ্যে লং কোভিডের উপসর্গ দেখা দিয়েছে। সংক্রমিত হওয়ার দুই বছর পর কোভিডের বেশিরভাগ উপসর্গ অত তীব্র না থাকলেও কিছু কিছু লক্ষণ থেকে যাচ্ছে।


ক্লান্তি ও দুশ্চিন্তা ছাড়াও হাড়ের জয়েন্টে ব্যথা, পেশির দুর্বলতা, মানসিক উদ্বেগ ও গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এসব লক্ষণের মধ্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.