সাবধান শুক্রবার ভুলেও এই কাজগুলি করবেন না, তাহলে বিপদে পড়বেন আপনি
ODD বাংলা ডেস্ক: শুক্রবার( Friday)। সপ্তাহের শেষ শুরু হয়ে যায়। কিন্ত সাবধান এই শুক্রবার। এই দিনে কতগুলি বিশেষ কাজ এড়িয়ে চলুন। নাহতেই ডেকে আনতে পারে বিপদ। নষ্ট হয়ে যেতে পারে সম্পর্ক। আবার অনেক সময় আপনি গলা পর্যন্ত ঋণে ডুবেও যেতে পারেন।
শুক্রবার( Friday)। সপ্তাহের শেষ শুরু হয়ে যায়। কিন্ত সাবধান এই শুক্রবার। এই দিনে কতগুলি বিশেষ কাজ এড়িয়ে চলুন। নাহতেই ডেকে আনতে পারে বিপদ। নষ্ট হয়ে যেতে পারে সম্পর্ক। আবার অনেক সময় আপনি গলা পর্যন্ত ঋণে ডুবেও যেতে পারেন। আবার অসুস্থও হয়ে যেতে পারেন। একজরে দেখে নিন বাস্তু অনুযায়ী (Vastu) কী কী করবেন না শুক্রবারে-
১. শুক্রবার ভুলেও জুতো কিনবে না। যদি অনলাইকে কেনেন তাহলে শুক্রবার এড়িয়ে চলুন। ডেলিভারিও নেবে না শুক্রবার। যদি করেন তাহলে খারাপ সময় দেখতে হবে আপনাকে।
২. শুক্রবার এয়োস্ত্রীরা মাথায় সাবান বা শ্যাম্পু দেবে না। তাহলে কুপিত হন মহাদেব।
৩. শুক্রবার বাড়ির ভিতরে ছাতা খুলবেন না। এই কাজ ডেকে নিয়ে আসবে অশুভশক্তিকে।
৪. এই দিনে কখনই কাউকে ছুরি উপহার দেবেন না। তাহলে দুজনেই ক্ষতি হবে। এমনিতেই ছুরি বা রুমার উপহার হিসেবে এড়িয়ে চলাই শ্রেয়।
৫. এদিন কোনও কাঁচের বাসন যাতে না ভাঙে তার দিকে বিশেষ নজর দিন। যদি ভেঙেও যায় তাহলে দ্রুত তা বাড়ির বাইরে বার করে দিন।
৬. শুক্রবার কাউকে ঋণ দেবেন না আর ঋণ নেবেন না। অনেক সময় দেখা যায় এই দিনে দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না।
৭. শুক্রবার বাড়িতে কোনও বৃহন্নলা আসলে তাদের অপমান করবে না। যদি করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হন।
৮. এই দিনে ঘরে এঁটো বাসন রাখবেন না।
শুক্রবার পরিবার ও পরিজনের শান্তির জন্য অনেকেই মা সন্তষীমাতার ব্রত করেন। কিন্তু মনে রাখবে এই কাজগুলি করলে পুজোর ফল বিশেষ পাওয়া যায় না।
Post a Comment