এই ধরনের ঘি মানুষদের জন্য মারাত্মক! এমন ভাবে শরীরের ক্ষতি করে তা মোটেই ভাবতে পারবেন না

 


ODD বাংলা ডেস্ক: যেকোনও খাদ্য খাবার জন্য সুবিধা ও অসুবিধা দুটোই হয়ে থাকে ৷ এই কারণেই শরীরে আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রভাব ফেলে যেমন শরীরে ঘি এর প্রভাবও এক এক রকমের হয়ে থাকে, সবার শরীরে ঘি সহ্য হবে এর কোনও অর্থ নেই ৷ এমনই এক গুরুতর বিষয় যা সব সময়েই মনে রাখতে হবে যে ঠিক কাদের ঘি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটা উচিৎ ৷


সেই সমস্ত মানুষদের ঘি থেকে নিরাপদ দূরত্বে থাকা উচিৎ যাঁরা যেকোনও প্রকারের পেটে অসুখে ভোগেন ৷ যাঁদের গ্যাস অম্বলের সমস্যা ঘি খেয়ে সামলাতে পারেন না তবুও ঘি খেলে শরীর খারাপ হতে পারে ৷ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ভাবেই ঘি খাওয়ার কথা না ভাবাই ভাল ৷ এছাড়াও সে ইসমস্ত মানুষদের ঘি খাওয়া উচিৎ নয় যাঁদের লিভার বা যকৃতের সমস্যা রয়েছে ৷


তাঁরাও ঘিয়ের থেকে সম দূরত্ব বজায় রাখতে পারেন ৷ লিভারে অনেক রকমের সমস্যা থাকে যা কোনও ভাবেই হজম করতে পারেন না তাঁরা ঘি-এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ৷ যাঁরা সর্দিকাশিতে সব সময়েই ভোগেন তাঁদেরও উচিৎ ঘি এর থেকে সমদূরত্ব বজায় রাখা ৷ ঘি খেলে শরীরে কফের মাত্রা বৃদ্ধি পায় ৷ শেষ পর্যন্ত বলা যেতে পারে যে সর্দিকাশি ও এই ধরনের শারীরিক সমস্যা থাকলে অবশ্যই ঘি না খাওয়া উচিৎ ৷


 এইগুলি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়, এই ধরনের ব্যবহারিক প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.