হোটেলের দোতলার বারান্দায় বসেই জিরাফদের খাওয়াচ্ছেন মহিলা!

 


ODD বাংলা ডেস্ক: জঙ্গলে গিয়ে বন্যপ্রাণী দেখার ইচ্ছা অনেকের হয়। এখন এ শহরেও অনেকে আছেন যাঁরা নিয়মিত বাঘ দেখতে কখনও সুন্দরবন, তো কখনও কানহার জঙ্গলে যান। কিন্তু বারান্দায় বসে জিরাফের সঙ্গে সময় কাটাতে দেখেছেন কি?


তবে সব সময়ে বন্যপ্রাণী দেখতে জঙ্গলের সাফারি না করলেও চলে। আফরিকার নায়রোবির এক হোটেলেই দেখা গেল বন্যপ্রাণ। দেখা গেল, দোতলার বারান্দায় বসেই এক দল জিরাফকে খাওয়াচ্ছেন এক মহিলা।


সাজানো মনোরম চারপাশ। তার মাঝে একটি ছোট্ট হোটেল। সেখানেই শান্ত-নিরিবিলি পরিবেশে, স্নিগ্ধ শুভ্র পোশাকে বারান্দায় বসে জিরাফের সঙ্গে সময় কাটাচ্ছেন এক মহিলা।


ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে টুইটারে। বন্যপ্রাণী পছন্দ করেন যাঁরা, তাঁদের অনেকেই বেশ মুগ্ধ সেই ভিডিয়ো দেখে। তবে আর একদল নেটাগরিক অবাক হয়েছেন হোটেলের নাম দেখেই। যে হোটেলের বারান্দায় জিরাফের দল জড়ো হয়, সেটির নাম জিরাফ ম্যানর হোটেল!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.