গুঁতিয়ে খুন করার অপরাধে ভেড়ার তিন বছরের জেল

 


ODD বাংলা ডেস্ক: এক নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো একটি ভেড়া। তিন বছরের জন্য পশুটিকে কারাদণ্ড দিল আদালত। শাস্তি হলো পশুপালকেরও। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দক্ষিণ সুদানে।

সংবাদমাধ্যমে প্রকাশ, চলতি মাসের শুরুতে দুর্ঘটনার কবলে পড়েন অ্যাডিউ চাপিং। ৪৫ বছরের ওই নারীকে রাস্তায় আক্রমণ করে একটি ভেড়া। সিং দিয়ে গুঁতিয়ে তাকে রাস্তার উপর আছড়ে ফেলে সেটি। কিছুক্ষণের মধ্যে অকুস্থলে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় ওই প্রবীণের।


এর পরই ওই ভেড়াটিকে বন্দি করে পুলিশ। মামলা ওঠে আদালতে। মালেং আগোক পায়েম নামে একটি থানার পুলিশ ওই ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে তোলা হয় আদালতে।


আদালতের পর্যবেক্ষণ, ওই নারী নির্দোষ ছিলেন। বিনা কারণে নারীকে আক্রমণ করে ভেড়াটি। তাই সে শাস্তি পাওয়ার যোগ্য। এর পর ভেড়াটিকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। শুধু তাই নয়, ওই ভেড়ার মালিককেও একটি নির্দেশ দিয়েছে আদালত। তাকে ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারকে দিতে হবে পাঁচটি গরু। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.