অনেকক্ষণ জল ঘাঁটার পর হাত-পায়ের চামড়া কুঁচকে যায়? এতে ক্ষতি হয় কি

 


ODD বাংলা ডেস্ক: বাড়ির কাজ কমবেশি সকলকেই করতে হয়। বাড়ির কাজ করতে গিয়ে একটু বেশি জল ঘাঁটতেই হয়। নতুন কোনও ব্যাপার নয়। কাপড় কাচা, বাসন ধোয়া, রান্না করার মতো কিছু কাজ করার পর লক্ষ করলে দেখা যাবে চামড়া কুঁচকে গিয়েছে। অনেকক্ষণ ধরে স্নান করলে বা সুইমিং পুলে অনেকটা সময় কাটালেও হাত-পায়ের চামড়া কুঁচকে যায়।


শরীরের বিভিন্ন অঙ্গের শৈলী আলাদা। মুখের চামড়া পাতলা, সেই তুলনায় হাত ও পায়ের তলার চামড়া অনেক পুরু। জলের তলায় বহুক্ষণ থাকলে বা জল ঘাঁটলেও হাত-পায়ের চামড়া সামান্য হলেও কুঁচকে যায়। এর কারণ চামড়ার উপরে একটা তৈলাক্ত অংশ থাকে যাকে সিবাম বলে।


হাত-পায়ের চামড়া এই কারণে টানটান ও শুষ্ক দেখায়। কিন্তু দীর্ঘক্ষণ জলে থাকার ফলে সেই চামড়ার উপরে থাকা সেই তৈলাক্ত আচ্ছাদন ধীরে ধীরে সরে যায়। ফলে জলের সংস্পর্শে এসে চামড়া কুঁচকে যায়। তার পর আবার যখন হাত-পায়ের চামড়া জলের সংস্পর্শ থেকে সরে আসে, তখন তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.