জন্ডিস হয়েছে কিনা বুঝবেন যেভাবে, জানুন লক্ষণগুলি



ODD বাংলা ডেস্ক: জন্ডিস (Jaundice)। এই অসুখের নামটির সঙ্গে সকলেই পরিচিত। নানা কারণে জন্ডিসের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জন্ডিস সারানোর জন্য নির্দিষ্ট কোনও ওষুধ নেই। তবে, চিকিৎসকের পরামর্শ মতো চললেই এই অসুখ সারিয়ে ফেলা সম্ভব। পাশাপাশি জন্ডিসের লক্ষণ দেখা দিলে, দ্রুত চিকিৎসা শুরু না করে ফেলে রাখলে হতে পারে বিপদ। প্রাণহানিও ঘটতে পারে। তাই আগে জেনে নেওয়া খুব জরুরি, কীভাবে বুঝবেন জন্ডিস হয়েছে কিনা।


জন্ডিসের লক্ষণ- (Jaundice Symptoms)


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জন্ডিসের সাধারণ লক্ষণ হিসেবে ত্বকের রং হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যার কথা জানেন বেশিরভাগ মানুষ। তবে, এটাই একমাত্র লক্ষণ নয়। তাঁদের মতে, আমাদের শরীরে যখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়,তখনই জন্ডিসের সমস্যা দেখা দেয়। আর জন্ডিস দেখা দিলে হতে পারে জ্বর, ঠান্ডা লাগা, তলপেটে প্রবল ব্যথা, সাধারণ ফ্লু-এর মতো উপসর্গ, ত্বকের রং বদলে যাওয়া, প্রস্রাবের রং বদলে যাওয়া এবং পায়খানার রং বদলে যাওয়া। এই সমস্ত উপসর্গ বা লক্ষণগুলো যদি দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। এবং তাঁর কথা মতো চলা দরকার।


গবেষকদের মতে, জন্ডিসের চিকিৎসা চলাকালীন নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা, বমি বমি ভাব, পাকস্থলীতে যন্ত্রণা, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রতিটা ক্ষেত্রেই নিজে থেকে চিকিৎসা করা একেবারেই উচিত নয়। বরং অল্প উপসর্গ দেখা দিলেই যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। কারণ হিসেবে বিশেষজ্ঞদের মত, জন্ডিস এমন একটা অসুখ, যা নিয়ম মেনে চললে যেমন সেরে যায় দ্রুত। তেমনই ফেলে রাখলে দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এবং প্রাণহানির আশঙ্কাও থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.