শিশুর কানে ব্যথা হলে যা করণীয়
ODD বাংলা ডেস্ক: কানে ব্যথা সাধারণত বাচ্চাদের বেশি হতে দেখা যায়। তবে যেকোনো বয়সেই আমরা কানের ব্যথায় আক্রান্ত হতে পারি। কানে ব্যথা এক কান বা উভয় কানেই হতে পারে, তবে সাধারণত এক কানেই বেশি হতে দেখা যায়। কানে ব্যথা একটানা হতে পারে, আবার কিছুক্ষণ পর পর হতে পারে।
উপসর্গ
♦ কানে হালকা বা তীব্র ব্যথা বা জ্বালা অনুভূত হওয়া
♦ কানে কম শোনা
♦ কান ভার বা বন্ধ লাগা
♦ কান থেকে জল, রক্ত বা পুঁজ বের হওয়া
♦ বাচ্চাদের ক্ষেত্রে আলাদা কিছু লক্ষণ থাকে যেমন—
♦ অস্থিরতা ও বারবার অযথা কান্নাকাটি করা, রাতে ঘুম ভেঙে কান্না করা।
♦ জ্বর, কান ভার লাগা ও মাথা ব্যথা
♦ কথা বললে বা ডাকলে কম সাড়া দেওয়া
♦ বারবার কানে হাত দেওয়া বা টেনে ধরা
♦ খাবারে অনীহা
কারণ
বহিঃকর্ণে ইনফেকশন, মধ্যকর্ণে ইনফেকশন ও অন্তঃকর্ণে ইনফেকশন হলে ব্যথা হতে পারে।
করণীয়
সাধারণ ব্যথার ওষুধ প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খেতে পারেন। তবে কোনোভাবেই
কান চুলকানো বা কচলানো যাবে না। কটন বাড, কাঠি বা অন্য কিছু দিয়ে কান পরিষ্কার করবেন না। কানে জল ঢোকাবেন না। বাচ্চাদের ক্ষেত্রে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খাবার দিন। চুইংগাম চিবাবেন ও বারবার ঢোক গিলুন। কাপড় গরম করে কানে সেঁক দিতে পারেন। গরম জলের ভাপ নাক দিয়ে টানুন। কানে ব্যথার সঙ্গে জ্বর এলে, তীব্র ব্যথা হলে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যথা না কমলে, কানে তীব্র ব্যথা হয়ে যদি হঠাৎ ব্যথা কমে গেলে, মাথা ব্যথা, মাথা ঘোরানো, কানে শোঁ শোঁ করলে, কান থেকে রক্ত, পুঁজ বা জল বের হলে এবং কানের চারপাশ ফুলে গেলে বা লাল হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
Post a Comment