প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তিত? রোজ চুমু খান, পরামর্শ বিশেষজ্ঞদের

 


ODD বাংলা ডেস্ক: প্রাণ ঢেলে যে মানুষটিকে ভালবাসেন, নিজের থেকেও বেশি তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন সকলে। শুধু সুনির্দিষ্ট জীবনধারা এবং সঠিক খাদ্যাভ্যাস নয়, জানেন কি ভালবেসেও ভালবাসার মানুষকে সুস্থ রাখা যায়! বিশেষজ্ঞরা বলছেন, সুযোগ পেলেই চুমু খান প্রিয়জনকে। কিন্তু কেন? 

১. চুমু খেলে নিয়ন্ত্রণে থাকে কর্টিসল হরমোন। যা আদতে মানসিক উদ্বেগের জন্য দায়ী। অন্যদিকে বৃদ্ধি পায় অক্সিটোসিন, ডোপামাইন ও সেরোটোনিন হরমোনের ক্ষরণ। ফলে চুমু খাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। 

২. কোলেস্টেরল এই উচ্চ রক্তচাপের রোগীদেরও চুমু খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চুমু খেলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। যার ফলে রক্তচাপের সমস্যা কমে। 

৩. মুখগহ্বরে লালা গ্রন্থির ক্ষরণ বাড়ে চুমু খেলে। এর ফলে দাঁতের ফাঁকে গহ্বর সৃষ্টি হয় না। খাবার জমে দাঁতের সমস্যা বাড়ার সম্ভাবনাও কমে। 

৪. শরীরের মতো মুখেও মেদ জমে। জানেন কি চুমু খেলে প্রতি সেকেন্ডে দুই থেকে তিন ক্যালোরি অতিরিক্ত মেদ ঝরে যায় মুখে। ফলে মুখমণ্ডলের সৌন্দর্যও বৃদ্ধি পায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.