ঘাড়ের কালো দাগ দূর করতে হাতিয়ার করুন পাতিলেবু, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

 


ODD বাংলা ডেস্ক: গরম বলে স্টাইল করে টপ নট করবেন ভেবেছেন। এদিকে এমন হেয়ার স্টাইল করতে গেলেই বেরিয়ে পড়ছে আপনার ঘাড়ের কালো দাগ। আজ টিপস রইল ঘাড়ের কালো দাগ নিয়ে। ঘাড়ের কালো দাগ দূর করতে হাতিয়ার করুন পাতিলেবু, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন। 


দুদিন পরই বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা। চার বন্ধু মিলে রেস্তোরাঁয় যাবেন ঠিক করেছেন। প্রায় ২ বছর পর দেখা হচ্ছে, তাই প্রস্ততি চলছে অনেক আগে থেকেই। কী পরে যাবেন, কেমন করে সাজবেন, কী ব্যাগ নেবেন সবই ঠিক হয়ে গিয়েছে। মাঝে সমস্যা হল আপনার হেয়ার স্টাইল। গরম বলে স্টাইল করে টপ নট করবেন ভেবেছেন। এদিকে এমন হেয়ার স্টাইল করতে গেলেই বেরিয়ে পড়ছে আপনার ঘাড়ের কালো দাগ। আজ টিপস রইল ঘাড়ের কালো দাগ নিয়ে। ঘাড়ের কালো দাগ দূর করতে হাতিয়ার করুন পাতিলেবু, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন। 


পাতিলেবু ও গোলপ জল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ১ টেবিল চামচ পাতিলেবুর রস নিন। তার সঙ্গে মেশান সম পরিমাণ গোলাপ জল। মিশ্রণটি তুলোয় করে ঘাড়ে লাগান। ২০ মিনিট রেখে জলে ধুয়ে নিন। মিশ্রণটি রোজ ব্যবহার করা যায়। এতে উপকার পাবেন। 

 

পাতিলেবু ও ওটস দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে ওটস ভালো করে গুঁড়ো করে নিন। এবার সেই ওটসের সঙ্গে মেশান পাতিলেবু রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্যাকটি ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক মাত্র দুবার ব্যবহারে উপকার পাবেন। সপ্তাহে তিন দিন পর্যন্ত এই প্যাত লাগাতে পারেন। 


পাতিলেবু ও হলুদ দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে হলুদ বেটে নিন। এবার এর সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্যাকটি ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। হলুদ ও পাতিলেবুর গুণে ঘাড়ের কালো ছোপ দূর হবে। 


চাইলে পাতিলেবুর বদলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা জলের সঙ্গে মিশিয়ে প্যাক বানান। একটি পাত্রে ২ টেবিল চামচ বেকিং সোডা ও দেড় টেবিল চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এর পর ময়েশ্চরাইজার ব্যবহার করবেন। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক। এতে ঘাড়ের কালো ছোপ মুহূর্তে দূর হবে। ত্বকের যত্নে বেশ উপকারী এই প্যাক। পাতিলেবুতে ভিটামিন সি থাকে। যা প্রাকৃতিক ব্লিচের কাজ করে। এর গুণে মুহূর্তে দাগ দূর হবে।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.