শরীর একটু বেশিই ‘স্পর্শকাতর’, না ছুঁলেও হয়ে যায় অর্গ্যাজম! স্বীকারোক্তি লেখিকার

 


ODD বাংলা ডেস্ক: হাঁচি, কাশি তো বটেই এমনকি যোগাভ্যাস করার সময়েও শরীরে তৈরি হয় এমন উত্তেজনা যে শেষ পর্যন্ত অর্গ্যাজম হয়ে যায়! অদ্ভুত শোনালেও এমনই দাবি করলেন কানাডার এক লেখিকা। নাম ব্রায়ানি হোগান।


ব্রায়ানি জানিয়েছেন, যোগাভ্যাস করার সময় অঙ্গভঙ্গির কারণে নিতম্বদেশ প্রসারিত হয়ে যায়। আর তাতেই নাকি অর্গ্যাজম হয়ে যায় তাঁর। শুধু যোগই নয়। হাঁচি-কাশি কিংবা সাইকেল চালানোর মতো কাজেও নাকি মাঝেমাঝে একই ঘটনা ঘটে তাঁর সঙ্গে।


কিন্তু কেন এমন হয়? ব্রায়ানির দাবি, বিষয়টি এক্কেবারেই স্বাভাবিক। ২০১৮ সালের একটি গবেষণাপত্র উল্লেখ করে তাঁর দাবি, ‘‘আমি একটু বেশিই স্পর্শকাতর, আসলে আমার মতো মানুষের দেহে স্নায়ুপ্রান্তগুলি বেশি সক্রিয়, তাই এমন ঘটে।’’ তবে বিশেষজ্ঞদের মধ্যে তাঁর এই দাবি নিয়ে ধন্দ রয়েছে। কাজেই প্রশ্ন উঠছে তাঁর কথার সত্যতা নিয়েও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.