পবিত্র বটগাছে উঠে নগ্ন ফটোশুট!‌ ৬ মাস ইন্দোনেশিয়ায় ঢুকতে পারবেন না রুশ দম্পতি

 


ODD বাংলা ডেস্ক: স্থানীয়দের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অভিযোগ উঠল রুশ দম্পতির বিরুদ্ধে।


অভিযোগ, যে গাছটিকে স্থানীয়রা পবিত্র মেনে পুজো করেন, সেই গাছের উপরই নগ্ন ফটোশুট করেন তাঁরা। ইতিমধ্যেই ইন্দোনেশিয়া সরকার রুশ দম্পতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। 

এলিনা ফাজলিভা নামের রুশ ব্লগার স্বামীর সঙ্গে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। এমনকি ইনস্টাগ্রামে ভ্রমণের নানা ভিডিও পোস্ট করেন তাঁরা। এলিনার ইনস্টাগ্রাম ফলোয়ারও প্রচুর। কিন্তু সম্প্রতি বালিতে ঘুরতে গিয়ে স্থানীয়দের ভাবাবেগে আঘাত করে বসেন তাঁরা। যার জেরে বালি থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাঁদের। ইন্দোনেশিয়ান হলিডে আইল্যান্ডের আধিকারিকরা জানিয়েছেন তাবানান জেলার এক মন্দির চত্বরে ৭০০ বছরের পুরনো একটি বটগাছ রয়েছে। স্থানীয় হিন্দুরা তা পবিত্র মেনে পুজো করেন। কিন্তু সেই বটগাছের উপর বসেই নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ দেন এলিনা। আর তাতেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এরপর স্ত্রীর নগ্ন ছবি স্বামী অ্যান্ড্রে ফাজলিভাই ইনস্টাগ্রামে পোস্ট করে দেন। যা ভাইরাল হয়ে যায়। ছবিটি নজর এড়ায়নি বালির বাসিন্দাদের। মন্দিরের সামনে এমন ফটোশুট তাঁরা মেনে নিতে পারেননি। বালি অভিবাসন বিভাগের প্রধান জামারুলি বলেছেন, ‘‌ওই দম্পতির আচরণ স্থানীয়দের বিশ্বাসে আঘাত করেছে। সেই কারণেই তাঁদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে বালি থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।’‌ অন্তত আগামী ৬ মাস আর ইন্দোনেশিয়ায় পা রাখতে পারবেন না ওই রুশ দম্পতি। এদিকে, নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছেন এলিনা ও অ্যান্ড্রে। তাঁরা জানিয়েছেন, বালিতে এমন অনেক পবিত্র স্থান রয়েছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তার উল্লেখ না থাকায় বিষয়টি তাঁদের পক্ষে বোঝা সম্ভব হয়নি। সেই কারণেই ভুল করেছেন তাঁরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.