ছবিতে লুকিয়ে আছে তিন খরগোশ, খুঁজে বের করুন তো ১০ সেকেন্ডে
ODD বাংলা ডেস্ক: অপটিক্যাল ইলিউশন এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং! নানা রকমের ধাঁধা নিয়ে মস্তিষ্ককে জাগিয়ে তোলার খেলা নেশার মতোই। যেমন এই অপটিক্যাল ইলিউশনটি। তিনটি খরগোশ লুকিয়ে আছে গাছের ফাঁকে। ১০ সেকেন্ডে তিনটিকে খুঁজে পেলে বুঝবেন চোখ আর মাথা দুই দুরন্ত আপনার।
এই ছবির মধ্যেই লুকিয়ে আছে তিনটি খরগোশ। খুঁজে পেতে হবে ১০ সেকেন্ডে। তাতেও চোখে ধাঁধা লেগে গিয়ে নাস্তানাবুদ নেটিজেনরা। আপনি কি খুঁজে পাচ্ছেন লুকিয়ে থাকা তিন খরগোশকে?
অপটিক্যাল ইলিউশনের এই ধাঁধার মধ্যেই লুকিয়ে আছে তিনটি খরগোশ। খুঁজে বের করার জন্য হাতে সময় মাত্র ১০ সেকেন্ড। ভালো করে দেখে নিন পুরো ছবিটি। তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় লুকিয়ে আছে খরগোশ তিনটি। প্রথম খরগোশটি গাছের ঠিক উপরের দিকে। খুঁজে পেয়েছিলেন কি?
দ্বিতীয় ও তৃতীয় দুইটি হলো গাছের পাতার এখানে খরগোশের চোখ আর ডালপালাগুলো শরীরি অবয়ব। দেখতে পেলেন তো সবগুলোকে? এই হলো তিনটি খরগোশ। আপনার কতক্ষণ লাগল খুঁজে পেতে, ১০ সেকেন্ড নাকি বেশিই?
Post a Comment