ঘরেই বানাতে পারেন ‘কুলফি মালাই’

 


ODD বাংলা ডেস্ক: ‘এই কুলফি লাগবে- কুলফি...’ গলিতে গলিতে উঁচু গলায় এমন হাঁকডাক কেমন যেন স্বস্তির পরশ ছড়ায়। প্রচন্ড গরমের কারণে কুলফি মালাই- শব্দ দুটো কানে আসতেই অন্যরকম এক প্রশান্তি অনুভব হয়। খাঁটি দুধে চিনি, এলাচ, বাদাম, কিশমিশ আর গরম মসলার মিশ্রণে এক অমৃত স্বাদের আইসক্রিম! চাইলে আপনিও ঘরেই বানাতে পারেন ‘কুলফি মালাই’। তাও আবার খুব অল্প সময়ে ও উপকরণ দিয়েই। 

জেনে নিন, যেভাবে তৈরি করবেন কুলফি মালাই। 


উপকরণ

১. দুধ ৫০০ গ্রাম

২. ফ্রেশ ক্রিম আধা কাপ

৩. কনডেন্স মিল্ক আধা কাপ

৪. যেকোনো ফলের রস ১ কাপ

৫. চিনি আধা কাপ (স্বাদ মতো)

৬. জাফরান সামান্য

৭. আইস পাউডার ১ চা চামচ

৮. পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ ও

৯. কাজু বাদাম কুঁচি ১ টেবিল চামচ।


পদ্ধতি


প্রথমে অল্প আঁচে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর ফ্রেশ ক্রিম ও কনডেন্স মিল্ক দিয়ে আরো পাঁচ মিনিট রাখুন। খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিন। এরপর দুধ ঠান্ডা করে জাফরান, ফলের রস ও চিনি দিয়ে বিট করুন। চাইলে ফলের রসের বদলে মেশাতে পারেন যে কোনো ফ্লেভার। কুলফির মিশ্রণে বাদাম কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।


চাইলে মিক্সারে ৩০ সেকেন্ড বিট করে নিতে পারেন। কুলফি তৈরির এবার পছন্দসই আকৃতির বক্স নিন। এতে মিশ্রণ ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। ছয় ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন ঘরে তৈরি মজাদার কুলফি মালাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.