সিঁড়ির ১৩টি ধাপ পেরোলেই দেখা যাবে নরকের দৃশ্য!

 


ODD বাংলা ডেস্ক: কোনো কবরের দরজা ও সিঁড়ি থাকতে পারে, তা চিন্তার অতীত। কিন্তু এখানে তা-ই ঘটেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মল্টবি সেমেটারির ঘটনা এটি। ‘স্টেপস টু হেল’ বা সাদা বাংলায় ‘নরকের সিঁড়ি’— এই নামেই ডাকা হয় ওই সিড়িঁর ১৩টি ধাপকে। তবে ঠিক কী কারণে কবরে এই ১৩টি সিঁড়ি রয়েছে, তা এক রহস্য হিসেবেই থেকে গিয়েছে।

প্রত্যক্ষদর্শী প্যারানর্মাল বিষয়ক লেখক ডিএস ডুবি ‘এক্সেমপ্লোর’ ওয়েবসাইটে প্রকাশিত তার এক প্রতিবেদনে জানাচ্ছেন, মাটির লেভেল থেকেই এই ১৩টি ধাপ নেমে গিয়েছে নিচে। সিঁড়ির শেষে একটি দরজা রয়েছে, যা আদতে একটি পারিবারিক কবরের। কোনো কবরের যে দরজা থাকতে পারে, তা চিন্তার অতীত। কিন্তু এখানে তা-ই রয়েছে।


ডুবি জানান, এই সিঁড়ির পিছনে একটা গল্প রয়েছে। সেই গল্প অনুসারে, মাঝরাতে কেউ যদি ওই ১৩টি সিঁড়ি বেয়ে নেমে যান, তাহলে নাকি জাগতিক সব শব্দ তার কান থেকে মুছে যাবে। মনে হবে, পৃথিবীর কিছুই আর জীবিত নেই। শেষ ধাপে পৌঁছে যদি পিছন ফিরে তাকান কেউ, তা হলে নাকি তার সামনে ফুটে উঠবে নরকের দৃশ্য।


এই কাহিনিকে পরখ করতে অনেকে এগিয়েছেন এই সিঁড়ি বেয়ে। তারা প্রত্যেকেই প্রায় উঠে এসেছেন ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। একজন জানিয়েছেন, ১৬ বছর বয়সে মাঝরাতে তিনি তার বন্ধুদের সঙ্গে সেই কবরখানায় গিয়েছিলেন। অনেক খুঁজে সেই সিঁড়িগুলোকে তারা বের করেন।


কয়েক ধাপ পেরতেই তিনি অসুস্থ বোধ করেন। আর কয়েক ধাপ পরে মনে হয় তার মাথাটা আর মাথার জায়গায় নেই। তীব্র ভয়ে তিনি ও তার বন্ধুরা ওই জায়গা ত্যাগ করেন। 


আর একজনের বক্তব্য— সিঁড়ির শেষ দিকের ধাপে তিনি দমচাপা চিৎকার শুনতে পান। তার মনে হয়, তাকে অন্ধকার গ্রাস করে নিচ্ছে। তিনি ফিরে এলে উপরে দাঁড়ানো বন্ধুরা জানান, তিনি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য।


কী এই ‘নরকের সিঁড়ি’? কী এর রহস্য? আজও কোনো তল পাওয়া যায়নি। প্যারানর্মাল বিশেষজ্ঞদের অনেকেই বলেন, এটা নাকি একটা পোর্টাল, যা দিয়ে চলে যাওয়া যায় অন্য কোনো সময়মাত্রায়। সেটা ‘নরক’ কি না, তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য কেউ কখনো করেননি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.