আপনি কী সন্দেহপ্রবণ? ‘হ্যাঁ’ হলে সাবধান, দ্রুত মৃত্যু হতে পারে
ODD বাংলা ডেস্ক: আপনি কী সন্দেহপ্রবণ? সঙ্গীকে হামেশাই সন্দেহের চোখে দেখেন? তাহলে কিন্তু খুব সাবধান! কারণ সন্দেহপ্রবণতা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।
কমে যায় আয়ুও। গবেষণা কিন্তু সেকথাই বলছে।
সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির কয়েকজন গবেষক বেশ কয়েকমাস ধরে অন্তত ২৪ হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। সমীক্ষায় বলা হয়েছে, প্রায় ৫৮ শতাংশ মানুষের মধ্যে সন্দেপ্রবণতা প্রবল। মন ছাড়াও যা শরীরের উপরেও প্রভাব ফেলে। গবেষণা বলছে, অতিরিক্ত সন্দেহপ্রবণ হৃদ্যন্ত্রের উপর প্রভাব ফেলে। আয়ু কমে যাওয়ার সেটাও অন্যতম কারণ। সমীক্ষায় আবার জানা গেছে, বয়স বাড়তে থাকলে বেশিরভাগ মানুষের সন্দেহপ্রবণতা কমতে থাকে। কম বয়সিদের মধ্যে আবার সন্দেহপ্রবণতার মাত্রা ভীষণ বেশি।
Post a Comment