রোজ সকালে একটি রসগোল্লা খেলেই একগাদা রোগ থেকে মুক্তি, একদম ওষুধের মত কাজ করে এই মিষ্টি

 


ODD বাংলা ডেস্ক: শুধুই যে স্বাদের জন্যই রসগোল্লা কদর রয়েছে এমনটা নয়। রসগোল্লা স্বাস্থ্যের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। রসগোল্লার প্রোটিনের একটি চমৎকার উৎস। এটি জন্ডিস আক্রান্তদের জন্য উপকারী খাদ্য হিসেবে বিবেচিত হয়। 


বাঙালির প্রিয় খাবারগুলির মধ্যে একটি হল রসগোল্লা। বাড়ি থেকে অনুষ্ঠানবাড়ি সর্বত্রই রসগোল্লার একটা আলাদা কদর থাকে।  শুধুই যে স্বাদের জন্যই রসগোল্লা কদর রয়েছে এমনটা নয়। রসগোল্লা স্বাস্থ্যের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। রসগোল্লার প্রোটিনের একটি চমৎকার উৎস। এটি জন্ডিস আক্রান্তদের জন্য উপকারী খাদ্য হিসেবে বিবেচিত হয়। 


রসগোল্লার উপকারিতা- 

রসগোল্লা হল উপকারী খাবার। এটিতে ল্যাকটোঅ্য়াসিড ও কেসিন প্রচুর পরিমাণে থাকে। যা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। রসগোল্লা শরীরের একাধিক সমস্যা সারিয়ে তুলতে পারে। গরম রসগোল্লা পেটের রোগের জন্য গুরুত্বপূর্ণ পথ্য। এটি শক্তি বাড়াতে পারে। জন্ডিস কমাতে পারেষ আর চোখ সুস্থ রাখতে রসগোল্লা দারুন কাজ করে। 


জন্ডিসের সমস্যা- 

জন্ডিস হলে রসগোল্লা উপকারী খাবার। তাই জন্ডিসে আক্রান্ত ব্যক্তি প্রতিদিন একটি করে রসগোল্লা খেতে পারেন। সকালে খেলেই বেশি কাজ দেয়। 


চোখের সমস্যা- 

চোখের সমস্যার সমাধানে রসগোল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।  যাদের চোখ সবসময় হলুদ হয়ে থাকে বা জ্বালা করে বা চুলকায় তারা প্রতিদিন সকালে একটি করে রসগোল্লা খেতে পারেন। 


প্রস্রাবের সমস্যা-

প্রস্রাবের সমস্যা দূর করতেও রসগোল্লা জরুরি। কারণ রসগোল্লা খেলে প্রস্রাবের সময় জ্বালাজ্বালা ভাব অনেকটা কমে যায়। ওষুধের মতই কাজ করে রসগোল্লা। যাদের এজাতীয় সমস্যা থাকে তারা প্রতিদিন একটি করে রসগোল্লা খেলে উপকার পাবেন। 


দুর্বলতা দূর করে

শরীরে বল ফিরিয়ে দেয় রসগোল্লা। একটি মাত্র রসগোল্লা শরীরের দূর্বলতা কাটিয়ে দিতে পারে। সেক্ষেত্রে এই মিষ্টি হেলথ টনিক বা হেলথ ড্রিঙ্কসের মত কাজ করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.