১৪ লাখ ডলারে বিক্রি হলো ৮৬ গ্যালনের বিশ্বের সবচেয়ে বড় হুইস্কির বোতল


 

ODD বাংলা ডেস্ক:  বিশ্বের অন্যতম দামি হুইস্কি বা স্কচের ব্রান্ড ম্যাককালান। তারা ৮৬ গ্যালন সুরা ধারণ ক্ষমতার একটি বিশেষ বোতল তৈরি করে যা প্রায় ৪৪৪টি সাধারণ বোতলের সমান। গত বুধবার (২৫ মে) স্কটল্যান্ডের এক নিলামে বিশ্বের সবচেয়ে বড় এ হুইস্কির বোতল ১৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, ভারতীয় টাকায় যার পরিমাণ ১২ কোটিরও বেশি! 


বিশেষ বোতলটির নাম রাখা হয়েছে 'দ্য ইন্ট্রেপিড' বা নির্ভীক। গত বছর বোতলটিতে সুরা পূর্ণ করা হয়। তখনই একে বিশ্বের সবচেয়ে বড় স্কচের বোতল হিসেবে স্বীকৃতির সনদ দেয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। 


নিলামে বিক্রির পর এটি এখন পর্যন্ত বিক্রিত সবচেয়ে দামি পানীয় বোতলের মধ্যে স্থান দখল করেছে। প্রায় ৬ ফুট লম্বা এই বোতলটির প্রস্থ একজন গড়পড়তা পুরুষের দ্বিগুণ।  


নিলামের আয়োজক ছিল স্কটল্যান্ডের এডিনবরো ভিত্তিক লিওন অ্যান্ড টার্নবুল। সংস্থাটি জানায়, বোতলে ভরার আগে ম্যাককালানের সিঙ্গেল মল্ট হুইস্কি ৩২ বছর ধরে সংরক্ষিত ছিল।   


এত দামে বিকোলেও অবশ্য অল্পের পৃথিবীর সবচেয়ে সবচেয়ে দামে বিক্রি হওয়া হুইস্কি বোতল হতে পারেনি দ্য ইন্ট্রেপিড। এর আগে ম্যাককালানের ১৯২৬ সালে প্রস্তুতকৃত মদ্য ভরা একটি বোতল ২০১৯ সালে ১৯ লাখ ডলারে বিক্রি হয়ে এ রেকর্ড গড়ে। 


ম্যাককালান স্কটল্যান্ডের অন্যতম পুরোনো মদ্য প্রস্তুতকারক। ১৮৮৪ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। তাদের তৈরি অনেক হুইস্কির বোতল নিলামে অনেক দামে বিক্রির রেকর্ড করেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.