মঙ্গল দোষ থাকায় আমি অশুভ, ৩৪ বছরেও বিয়ে হয়নি

 


ODD বাংলা ডেস্ক: আমার বয়স ৩৪। আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে। আমাদের পরিবারে কোনও সমস্যা নেই। তবে মুশকিল হল, শেষ কয়েকবছর ধরে আমার জন্য ভালো পাত্র খুঁজছে পরিবার। কিন্তু তাঁরা খুঁজে পাচ্ছেন না। এবার আমার এই দুর্দশার পিছনে কারণ হল আমি মাঙ্গলিক। এক্ষেত্রে আমার মঙ্গল খুব ভারী। এই কারণে বিয়ের মতো বিষয়ে আমায় অশুভ ধরা হয়। এই জন্যই সম্পর্কে তৈরি হওয়ার আগেই ভেঙে যায়।


যদিও মাঙ্গলিক (Manglik) হওয়ার পিছনে আমার কোনও ভুল নেই। তাও মানুষ আমাকেই অশুভ ভাববেন। তবে সম্প্রতি একটি ছেলের সঙ্গে আমার আলাপ হয়। ওই মানুষটি আমায় ভালোবাসে। এমনকী আমায় প্রোপোজও করে। এমনকী সে আমায় বিয়েও করতে চায়। কিন্তু সে ব্রাহ্মণ নয়। তবে এরপরও আমার পরিবার এই সম্পর্ক (Relationship) মেনে নেয়। কারণ আমার অনেকদিন ধরেই বিয়ে হচ্ছে না।


কিন্তু মুশকিল হল, তাঁর পরিবার কিন্তু সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে পড়ে রয়েছে। সেই মাঙ্গলিক বিষয়টি সামনে এসেছে। তাঁরা একজন মাঙ্গলিক পুত্রবধূ চান না। এটা তাঁরা আরও চান না কারণ তাঁদের পুত্র মাঙ্গলিক নয় বলে। আমরা দুজনে মিলে চেষ্টা করেও তাঁদের বোঝাতে পারিনি। এমনকী এখন ওনাদের বোঝানোটা আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে। আসলে আমার সঙ্গী ওনাদের একমাত্র পুত্র। তাই আরও বেশি সমস্যা হচ্ছে।


ওনারা চাইছেন না যে তাঁদের পুত্রের সঙ্গে কোনও কিছু খারাপ হোক। এমনকী আমার সঙ্গীও নিজের বাবামায়ের কথার বাইরে গিয়ে কিছু করতে চাইছেন না। তাই আমি এখন ভীষণ ভাবনায় পড়ে গিয়েছি। আমার মনে হচ্ছে, কোনও দিনও বুঝি আমার বিয়ে হবে না।

​বিশেষজ্ঞের উত্তর


আত্রেমিস হাসপাতালের সাইকোলজি বিভাগের প্রধান ডা: রচনা খান্না সিং বলেন, মঙ্গল হল একটি শক্তিশালী গ্রহ। এই গ্রহ কিন্তু মানুষকে শক্তিশালী করে তোলে। এমনকী প্রাচীনকালে রোমন ও গ্রীকরা এই গ্রহকে যুদ্ধের গ্রহ বলত। তাই মাঙ্গলিক মানুষের বিয়ে হতে একটু সমস্যা হয় বলে মনে করা হয় জ্যোতিষবিদ্যায়।


আমি আপনার ক্ষেত্রেও ঠিক একই সমস্যা দেখতে পাচ্ছি। আপনার মঙ্গল দোষের জন্যই বিয়ে হচ্ছে না। আপনারবিয়ের বয়স কিন্তু কেটে যাচ্ছে। তবে এরপরও বলব যে ভয় পাবেন না।


​এই সম্পর্ক ভেঙে দিন


আপনি নিজেই বলেছেন যে এই ছেলেটা আপনাকে প্রেম নিবেদন করে। এমনকী বিয়ের কথাও বলেন। কিন্তু মাঙ্গলিক হওয়ার জন্য বিয়ে হচ্ছে না। কারণ ছেলের পরিবারের মানুষজন এই বিষয়টিকে মেনে নিচ্ছেন না। এই পরিস্থিতিতে আপনাকে ভালোবাসি বলে দাবি করা মানুষটি যদি পাশে না থাকতে পারে, তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই হল বুদ্ধিমানের কাজ। তবেই আপনি ভালো থাকতে পারবেন।


​বুঝে নিন বিষয়টা


অনেকেই এখনও এই বিষয়গুলি মানেন। এবার তাঁদের একটি মাত্র সন্তান। সেই অবস্থায় এক পুত্রের সঙ্গে তাঁরা কোনও মতেই মঙ্গল দোষ থাকা মেয়ের বিয়ে দিতে চাইছেন না। এটাই হল আসল কথা। এবার এই জায়গাটা থেকে সম্পর্ককে টেনে বের করা খুবই কঠিন। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।


​আপনার সমস্যাটা


ভাবা হয়, মাঙ্গলিক মানুষের সঙ্গে মাঙ্গলিকেরই বিয়ে দিতে হয়। বলা হয়, একজন মাঙ্গলিক ও অপরজন মাঙ্গলিক না হলে সংসার সুখের হয় না। তাই মঙ্গল দোষ থাকা মানুষ বিয়ের আগে পুজো করেন। তাঁরা প্রার্থনা করেন যাতে ভবিষ্যতে সম্পর্কে কোনও ত্রুটি না তৈরি হয়।


আমার মনে হয়, আপনার জীবন এতদিন একটা উঁচু, নিচু পথের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু আশা করছি, ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে। আপনি অবশ্যই খুঁজে পাবেন নিজের পছন্দ মতো সঙ্গী। তাই চিন্তার কোনও কারণ আপনাত নেই। এক্ষেত্রে অনলাইনে ম্যাট্রিমোনিয়াল সাইটে নিজেকে রেজিস্টার করে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.