কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস


ODD বাংলা ডেস্ক:
চলতি সপ্তাহে কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, জারি করল হাওয়া অফিস। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে মহানগরে। দক্ষিণবঙ্গে শুক্র এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ  থাকবে। এবং পূর্বাভাস অনুযায়ী গরম এবং অস্বস্তিও রয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। শুক্র এবং শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গেছে। দু-তিন দিনের মধ্যে কলকাতায় বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.