কীভাবে নিজেকে আরো স্মার্ট করা সম্ভব?

 

ODD বাংলা ডেস্ক: সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলুন।মার্জিত ভাষাই আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। এবং সবাই আপনাকে সন্মান দিবে।

মাসে অন্তত একটা ভালো বই পড়ার অভ্যাস করুন।



আপনি যত জ্ঞানী হবেন, আপনি অবশ্যই অন্যদের চেয়ে একটু বেশি জানবেন এবং অন্যদের বুঝাতে পারবেন। যেটা আপনাকে সবার কাছে স্মার্ট করে তুলবে। শরীরের ফিটনেস আকর্ষণীয় রাখতে হবে।



স্মার্টনেসের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে শরীরের ফিটনেস ভালো ও আকর্ষণীয় রাখা। বর্তমানে সবাই চায় আকর্ষণীয় বডি ফিটনেস। যার জন্য আপনাকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা।



পরিস্কার পরিচ্ছন্ন পোশাক আপনার মেজাজকে করবে ফুরফুরে। আপনাকে দেখাবে পরিপাটি এবং স্মার্ট যেটা আপনার মাঝে আত্নবিশ্বাস সঞ্চয় করবে। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন।



যারা অতিরিক্ত কথা বলে তাদেরকে কেউই পছন্দ করে না। যেটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে। তাই সবসময় কথা কম বলার চেষ্টা করুন।



কিছু টাকা উপার্জন করুন।


টাকা এমন একটা জিনিস যেটা ছাড়া আপনি চলতে পারবেন না। বন্ধু মহলে আপনাকে অবহেলিত হতে হবে। কেউ আপনাকে মূল্য দিবে না। অতএব, নিজেকে স্মার্ট করতে হলে আপনাকে টাকা উপার্জন করতেই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.