স্বস্তি বাড়িয়ে আজও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস


ODD বাংলা ডেস্ক: সকাল থেকে আবহাওয়া একেবারে পরিষ্কার, রোদ উঠেছে কলকাতায়। হাওয়া দিলেও গুমোট ভাব রয়েছে। যার জেরে খানিকটা অস্বস্তিকর পরিবেশ রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। মঙ্গলবার রাতের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

জানা গিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.