আজ বিকেলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, রয়েছে 'অশনি' সংকেত


ODD বাংলা ডেস্ক: ভোরের দিকে ঠান্ডার আমেজ। দুপুরে খানিক ভ্যাপসা ভাব। কিন্তু বিকেলের পর থেকে মনোরম। বৈশাখের এমন আবহাওয়ায় তৃপ্ত বাঙালি। অথচ এক সপ্তাহ আগেও গরমে হাঁসফাঁস করছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সপ্তাহান্তে বৃষ্টি বদলে দেয় আবহাওয়া। হাওয়া অফিস বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও হতে পারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও হবে বৃষ্টি।

আবহাওয়া দফতর বলছে, শুক্রবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। থাকবে একই।

কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হতে পারে বৃষ্টি। 

অন্যদিকে আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে। ভুবনেশ্বর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরেই ওই অঞ্চলে ৬ মে নাগাদ তৈরি হবে নিম্নচাপ। পরের ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। সেই নিম্নচাপ ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই ঘূর্ণিঝড় ওডিশা–পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ১০ মে। তবে ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, তার পর স্থলে কোন পথে এগোবে, তা এখনও জানায়নি হাওয়া অফিস। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.