ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ, আজ কি ভিজবে কলকাতা?
ODD বাংলা ডেস্ক: ভ্যাপসা গরমে নাজেহাল সাধারন মানুষ। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমেছিল। কিন্তু, ফের একবার চড়ছে তাপমাত্রার পারদ। তবে, আজ কি কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে?- এখন এই প্রশ্নই ঘুরছে সকলের মনে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। এদিন বৃষ্টিপাতের দরুন স্বস্তি ফিরলেও সকাল থেকে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। বাড়বে অস্বস্তি। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত।
এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম। কিন্তু, সপ্তাহের শেষে ফের হাওয়া বদলের সম্ভাবনা, হতে পারে বৃষ্টিপাত। তবে গরম বাড়বে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
গত সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়। টানা দু’তিনদিন ধরে চলে বৃষ্টিপাত। কিন্তু. চলতি সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষৃত কম।
Post a Comment