একে করোনায় রক্ষে নেই, এবার ভারতে হানা দিল 'টমেটো ফিভার'


ODD বাংলা ডেস্ক:  করোনার থাবায় কেরালার অবস্থা শোচনীয়, এর মধ্যেই সেরাজ্যে নতুন করে হানা দিচ্ছে 'টমেটো ফিভার'। এটি এক ধরনের বিরল ভাইরাল অসুখ। জানা গিয়েছে, কেরালায় ৮০-রও বেশি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের সকলেরই বয়স ৫বছরের কম। কেরালার একটি জেলায় টমেটো ফিভার ছড়িয়ে পড়ার পরে, পাশের রাজ্য তামিলনাড়ুতে মেডিকেল টিম মানুষকে পরীক্ষা করা শুরু করেছে। তামিলনাড়ুতে যাতে এই রোগ প্রবেশ করতে না পারে, তার জন্য তামিলনাড়ু-কেরালা সীমান্তে অবস্থিত ওয়ালায়ার শহরে একটি মেডিকেল টিম কোয়েম্বাটোরে প্রবেশকারীদের পরীক্ষা করছে।

কেরালায় শনাক্ত হওয়া এই টমেটো ফিভার হল এক ধরনের অজ্ঞাত জ্বর। এই রোগটি কোনও ভাইরাল জ্বর নাকি চিকুনগুনিয়া বা ডেঙ্গু জ্বরের পরবর্তী প্রভাব, তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে এখনও বিতর্ক চলছে। টমেটো ফ্লু নামেও পরিচিত এই রোগ বিরল ধরনের ভাইরাল সংক্রমণ, যা বেশিরভাগ ক্ষেত্রেই ৫ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করছে। 

টমেটো ফিভারের প্রধান উপসর্গগুলি হল - 
  • লালচে র‍্যাশ
  • অনেকটা টমেটোর আকারের
  • ত্বকে জ্বালা
  • ডিহাইড্রেশন
এছাড়াও, তীব্র জ্বর, শরীরে ব্যথা হওয়া, জয়েন্ট ফুলে যাওয়া, ক্লান্তি, মুখে জ্বালা, হাত-হাঁটু-নিতম্বের রঙ বিবর্ণ হয়ে যাওয়ার মতো লক্ষণগুলি দেখা দেয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টমেটো ফিভার প্রাণঘাতী রোগ নয় এবং এর চিকিৎসাও সম্ভব। তবে রোগীর সঠিক যত্নের প্রয়োজন। 
  • শিশুর শরীরে টমেটো ফিভারের কোনও উপসর্গ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। 
  • আক্রান্ত শিশুদের শরীর হাইড্রেট রাখার জন্য বেশি করে ফোটানো জল পান করান। 
  •  ফোস্কা বা র‍্যাশে আঁচড়াবেন না। 
  • পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। গরম জলে স্নান করুন।
  • আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন।
  • যথাযথ বিশ্রাম নিতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.