আচমকা পদত্যাগ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের, নতুন মুখ্যমন্ত্রী কে


ODD বাংলা ডেস্ক: সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হতে আরও ১০ মাস বাকি। আগামী বছরই ত্রিপুরা বিধানসভার নির্বাচন হওয়ার কথা। এর আগেই আজ শনিবার হঠাৎই পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

বিপ্লব দেব ২০১৮ সালে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে হটিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মানিক সরকার একটানা মুখ্যমন্ত্রী পদে ছিলেন ২০ বছর। কিন্তু হঠাৎ কেন আজ পদত্যাগ করলেন বিপ্লব দেব? 

রাজনৈতিক মহলের খবর, বিপ্লব মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে দলের বিরাগভাজন হন। দল এটা চাইছিল না। এদিকে রাজ্য বিধানসভার নির্বাচন এসে পড়ায় দল মনে করছে, বিপ্লবের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া জোরদার হলে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব হবে না। বরং তাতে ক্ষতি হবে বিজেপিরই। তাই বিজেপি চাইছে না বিপ্লবকে আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে নির্বাচনে লড়তে। এতে কার্যত ক্ষতির মুখে পড়বে বিজেপি। তাই নির্বাচনের আগেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সরিয়ে দেওয়া হলো বিপ্লব দেবকে।

তবে জল্পনার অবসান। মানিক সাহা হচ্ছেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার পরিষদীয় মিটিংয়ের পরে তাঁর নাম ঘোষণা করেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর তিনি মানিক সাহাকে উত্তরীয় পরিয়ে দিতেই তুমুল হইহট্টোগোল শুরু হয়ে যায়। বৈঠকের মধ্য়েই মন্ত্রী রামপ্রসাদ পাল এনিয়ে আপত্তি করা শুরু করেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.