বিবাহে দোষ কাটাতে প্রতি বৃহস্পতিবার করুন এই দেবতার পুজো, সুফল পবেন


ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিবাহের জন্য গুরুগ্রহ তথা বৃহস্পতি সহায় থাকাটা খুবই প্রয়োজনীয়। যাঁদের কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভাল নয়, তাঁদের ঠিক সময়ে বিয়ে হয় না বা বিবাহে বিভিন্ন বাধা আসে। তবে সনাতন ধর্ম অনুযাসারে, এই দোষ কাটানোর কয়েকটি উপায় আছে। 

১) বৃহস্পতিবার সকাল বেলা উঠে কলাগাছের নীচে একটি কাপড় পেতে সেখানে বৃহস্পতি ও ভগবান বিষ্ণুর পুজো করুন। 

২) কলাপাতার উপরে এই দুই দেবতার মূর্তি রেখেও পুজো করতে পারেন। এতেও ফল পাবেন। 

৩) গরুর দুধ ও হলুদ ফুল, চন্দন, গুড়, ছোলার ডাল এবং হলুদ পোশাক সহযোগে এই দুই দেবতার অভিষেক করুন। সেইসঙ্গে যেকোনও হলুদ সবজিও নিবেদন করতে পারেন

৪) এর পরে ঘি-এর প্রদীপ জ্বালান। 

প্রতি বৃহস্পতিবার এই নিয়ম মেনে পুজো করলে বিবাহের বাধাগুলি কেটে যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.