জম্মুতে ভেঙে গেল নির্মীয়মাণ সুড়ঙ্গ, ধ্বংসস্তূপের নীচে আটকে ১০ শ্রমিক


ODD বাংলা ডেস্ক:
নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ে বিপত্তি জম্মু ও কাশ্মীর। জম্মুর (Jammu) রামবানে জম্মু শ্রীনগর জাতীয় সড়কের কাছে তৈরি হচ্ছে সুড়ঙ্গ। সেখানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। গতকাল রাতে আচমকাই সেটির একাংশ ভেঙে পড়ে।পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচে অন্তত ১০ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। ১০ মিটার খোঁড়ার পরই ধস নামে সুড়ঙ্গে। উদ্ধারের সময় জেসিবি দিয়ে পাথর সরাতে গেলেই আরও বেশি করে মাটি ধসে যাচ্ছে। সেই কারণে দেরি হচ্ছে উদ্ধারকাজে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, রামবন জেলার রামসুর কাছে মাকগেরকোটে প্রবেশপথ থেকে ৩০-৪০ মিটার দূরত্বের নির্মীয়মাণ সুড়ঙ্গের একটা অংশ ভেঙে পড়ে। বৃহস্পতিবার রাতে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এমনই জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। এর পরই ভারতীয় সেনা ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজে নামে। চার জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। আর অনেকে আটকে আছেন বলে আশঙ্কা।ঘটনাস্থলে উপস্থিত রামবনের ডেপুটি কমিশনার জানান, একাধিক মেশিন, গাড়ি, বুলডোজার ও ট্রাক- যেগুলি সুড়ঙ্গের সামনে রাখা ছিল, সেগুলিরও ক্ষতি হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.