দেশের ১৫% মানুষের রোজগার ৫ হাজার টাকার কম, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য


ODD বাংলা ডেস্ক: ভারত কি তবে ক্রমশ আর্থিক মন্দার দিকে হাঁটতে চলেছে?দেশের সাম্প্রতিক আর্থিক অবস্থা জানলে আপনার মনেও জাগবে এই একই প্রশ্ন। দেশের ১৫% নাগরিকের রোজগার ৫ হাজার টাকার কম। অন্যদিকে, জাতীয় আয়ের ২২% এর দখল দেশের মোট জনসংখ্যার ১% এর হাতে। দেশের আর্থিক ব্যবস্থা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে অর্থনীতিবিদদের। 

বিশ্ব বৈষম্য রিপোর্ট (World Inequality Report) ২০২২-এর হিসাব বলছে দেশের অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ। রিপোর্টে দেখা গিয়েছে আর্থিক রোজগারের ভিত্তিতে দেশের সেরা ১০% এর হাতে রয়েছে দেশের ৫৭% সম্পদ। অন্যদিকে, ৫০% এর হাতে রয়েছে জাতীয় আয়ের মাত্র ১৩%। এছাড়া ১৫% এর আয় ৫০০০ টাকার কম। দেশের সবথেকে ক্রিমি অংশ ( Creamy Layer) অর্থাৎ যাঁদের হাতে রোজগার সবথেকে বেশি, সেই অংশটার হাতে রয়েছে জাতীয় আয়ের ৫-৭% অংশ। কিন্তু বাকি মানুষেরা হাতে নেই কাজ। রোজগার ক্রমশ কমছে দেশের সাধারণ মানুষের।

দীর্ঘদিন ধরেই বেকারত্ব নিয়ে মোদী সরকারকে নিশানা করছেন দেশের আর্থিক বিশেষজ্ঞদের একাংশ। ২০১৯-২০ সালের হিসেব বলছে সেল্ফ-এম্পলয়েডরা রোজগারের ভিত্তিতে সবথেকে পিছিয়ে পড়া অংশ। এই অংশটির ১০ ভাগের এক ভাগ আবার বেকারত্বের তালিকায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.