পেস্ট্রি দিয়ে ম্যাগি! নয়া রেসিপির ভিডিও ভাইরাল
ODD বাংলা ডেস্ক: সাধারণ মানুষের কাছে খুব পরিচিত খাবার ম্যাগি (Maggi)। বিভিন্ন মানুষে বিভিন্ন সময়ে ম্যাগি নিয়ে একাধিক এক্সপেরিমেন্ট (experiment) করে থাকেন। যেমন ধরুন, চিজ ম্যাগি, তন্দুর ম্যাগি, ইতালিয়ান হার্বস ম্যাগি ইত্যাদি। কিন্তু এই স্ন্যাক নিয়ে আজব কিছু পরীক্ষা নীরিক্ষাও অজানা নয়। সেই তালিকায় যুক্ত হল আরও এক ধরণ।
নয়া ম্যাগির রেসিপি
ম্যাগির আজব রেসিপি কী কী শুনেছেন? ম্যাগি লাড্ডু, ম্যাগি মিল্কশেক, ম্যাগি পকোড়া, ফান্টা ম্যাগি ইত্যাদি ইত্যাদি। শুনে আজব লাগলেও এবার সেই তালিকায় যুক্ত হল পেস্ট্রি ম্যাগি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ম্যাগি তৈরি হচ্ছে চকোলেট পেস্ট্রির সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে নেটিজেনদের। বিদ্রুপ করেছেন নেটিজেনরা।
কী দেখা যাচ্ছে ভিডিওয়?
কড়ায় গরম জলে পেঁয়াজ কুচি, লঙ্কা দেওয়ার পর এক টুকরো চকোলেট পেস্ট্রি দিয়ে ভাল করে খুন্তি দিয়ে স্ম্যাশ করে দেওয়া হল। এরপর সেটা যেই ফুটতে শুরু করল, ওমনি তাতে ম্যাগি দেওয়া হল। এরপর ম্যাগি প্যাকেটে থাকা মশলাও দেওয়া হল।
Post a Comment