গত ৫ বছরের রেকর্ড ভেঙে দিতে পারে বর্ষা!


ODD বাংলা ডেস্ক:
চলতি বছর বর্ষা আসছে সময়ের আগেই৷ সেই সেইমতো আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আন্দামান সাগরে ঢুকবে বর্ষা৷ সবকিছু ঠিকঠাক থাকলে গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে আগামী ২৭ মে কেরলে ঢুকে পড়তে পারে বর্ষা৷ তেমনটা হলে এ রাজ্যেও বর্ষার আগাম আগমন ঘটবে৷

সাধারণত উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষার পৌঁছনোর নির্ধারিত দিন ৭ জুন৷ দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছয় ১১ জুন৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ায় আগামী ১৭ থেকে ১৯ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আন্দামান সাগর এলাকায় প্রবল বৃষ্টিপাত হবে৷ দেশের মধ্যে কেরলেই প্রথম ঢোকে বর্ষা৷ হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে দেশে বর্ষা ঢুকেছিল ৩০ মে৷ ২০১৮ সালে কেরলে বর্ষা প্রবেশ করেছিল একদিন আগে ২৯ মে৷ ২০১৯ সালে কেরলে বর্ষা পৌঁছেছিল ৬ জুন৷ ২০২০ সালে ৫ জুন কেরলে পৌঁছয় বর্ষা৷ গত বছর কেরলে বর্ষা ঢুকেছিল ৩১ মে৷

এবার ২৭ মে বর্ষা কেরলে পৌঁছলে গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে যাবে৷ গোটা দেশেও আগাম শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি৷ আবহবিদরা বলছেন, অশনি শেষ পর্যন্ত বড়সড় ক্ষতি না করলেও বায়ুমণ্ডলে মৌসুমী বায়ুর আগাম আগমনের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়ে গিয়েছে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.