আর কিছুক্ষণেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতায়
ODD বাংলা ডেস্ক: রাজ্যে টানা বেশ কয়েকদিন ধরেই দুর্যোগের পূর্বাভাস জারি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত। কিন্তু, কাল থেকে সামান্য বদল হবে পরিস্থিতি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update Kolkata)। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু, বৃহস্পতিবার থেকেই কমবে বৃষ্টিপাত। যদিও সপ্তাহের শেষে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরে বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। এদিনও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে সূত্রের খবর। হাওয়া বদল হতে পারে বৃহস্পতিবার। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু, সপ্তাহের শেষে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
অন্যদিকে উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ২৬ তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। এই বছর উত্তরবঙ্গে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।
Post a Comment