আজও কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস, কখন আসবে বৃষ্টি
ODD বাংলা ডেস্ক: বৃষ্টির দৌলতে গত কয়েকদিন আগের প্যাচপ্যাচে গরম এখন আর নেই বাংলায়। মঙ্গলবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারও তার ব্যাতিক্রম ঘটবে না। এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় এদিন আকাশ অংশত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে।হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।বৃষ্টির সঙ্গে কোনও কোনও এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
Post a Comment