এবার Instagram-এর জনপ্রিয় ফিচার আসছে WhatsApp-এও
ODD বাংলা ডেস্ক: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার।Meta-র নিজস্ব মেসেজিং অ্যাপ WhatsApp এবার নিয়ে আসতে চলেছে আরেকটি নতুন ফিচার। নতুন ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা এ বার থেকে চ্যাটের মধ্যেই দেখে নিতে পারবেন নির্দিষ্ট ইউজারের স্টেটাস। জানা গিয়েছে, WhatsApp-এর এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। শীঘ্রই চালু করে দেওয়া হবে নয়া এই ফিচার।
এতদিন পর্যন্ত Whatsapp-এ ব্যবহারকারীরা তাঁদের সেভ করে রাখা কন্ট্যাক্টের স্টেটাসই দেখতে পেতেন, তাও ‘স্টেটাস পেজ’-এ গিয়ে। এই নতুন ফিচার চালু হয়ে গেলে Instagram-এর মতোই যে কোনও ব্যক্তির প্রোফাইল পিকচারে ক্লিক করলে স্টোরির মতো করে দেখা যাবে স্টেটাস।
WhatsApp-এর স্টেটাস এবং স্টোরি ফিচার চালু হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা স্টেটাস পেজে গিয়ে দেখতে পারেন অন্য ইউজারদের স্টেটাস। ডাবলুএবিটাইনফো (WABetaInfo) একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছে যে, WhatsApp-এর স্টেটাস এখন থেকে চ্যাট লিস্টে দেখা যাবে। এর মাধ্যমে কন্টাক্ট আইকন-এ সবুজ বৃত্তের মাধ্যমে হাইলাইট করা থাকবে এবং সেটাই চিহ্নিত করবে অ্যাক্টিভ স্টেটাসকে। এর ফলে সবুজ ওই বৃত্ত দেখেই বোঝা যাবে অন্যান্য কোন কোন ইউজার তাঁদের WhatsApp-এর স্টেটাস পরিবর্তন করেছে। সেই আইকনে ক্লিক করে দেখে নেওয়া যাবে অন্যান্য ইউজারদের স্টেটাস।
Post a Comment