মাউন্ট এভারেস্টে স্থাপিত হল বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া স্টেশন
ODD বাংলা ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে স্থাপিত হল বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া স্টেশন। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির বিশেষজ্ঞরা এই আবহাওয়া স্টেশন স্থাপন করেন। সমতল থেকে ৮ হাজার ৮৩০ মিটার ওপরে নির্মিত এই স্টেশন থেকে আবহাওয়ার বিভিন্ন অবস্থা সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে।
নেপালের হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি ডিপার্টমেন্ট (ডিএইচএম) বলছে, এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের কয়েক মিটার নিচে ওই স্টেশন স্থাপন করা হয়েছে গত সপ্তাহে। তবে তা করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বিশেষজ্ঞদের। ওই স্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বসাতে বেশ ঝক্কির মধ্যে পড়তে হয় তাঁদের। তবে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির বিশেষজ্ঞরা স্টেশন স্থাপনের কাজ শেষ করে কাঠমান্ডু ফিরে এসেছেন।
এই আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রটি চলবে সৌরবিদ্যুতের শক্তিতে। এখান থেকে তাপমাত্রা, বাতাসের গতি, দিক ও বাতাসের চাপের মতো আবহাওয়াসংক্রান্ত নানা তথ্য জানা যাবে। এ ছাড়া জানা যাবে তুষারের উচ্চতার পরিবর্তন এবং স্বল্প ও দীর্ঘ মাত্রার তরঙ্গ বিকিরণের মতো বিষয়।
ন্যাশনাল জিওগ্রাফিকের দলটির নেতৃত্বে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান স্টেট বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী বেকার পেরি।বিশেষজ্ঞদের দলটিকে মাউন্ট এভারেস্টে ওঠার আগে পর্বতারোহণ শিখতে হয়েছে। আবহাওয়া স্টেশন স্থাপনের জন্য এক মাস সেখানে থেকেছেন তাঁরা। এ ছাড়া অন্য স্টেশনগুলো রক্ষণাবেক্ষণের কাজও করেছেন তাঁরা।
এদিকে এই স্টেশন স্থাপন উপলক্ষে ডিএইচএম ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মধ্যে চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় ২০২৫ সাল পর্যন্ত স্টেশনগুলো চালাবে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। আর ২০২৬ সালে স্টেশনগুলো নেপাল সরকারের কাছে হস্তান্তর করা হবে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির স্থাপন করা পাঁচটি স্টেশন থেকে এভারেস্টের অবস্থা সম্পর্কে সার্বক্ষণের তথ্য জানা যাবে।
ডিএইচএমের মহাপরিচালক কমল রাম যোশি বলেন, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি যেন কোনো পরিবর্তন ছাড়াই তাদের সরাসরি তথ্য সরবারহ করে, সে জন্য অনুরোধ করা হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ছাড়া চিনও এভারেস্টে আবহাওয়া স্টেশন স্থাপন করেছে। তবে তাদের স্টেশনটি এভারেস্টের উত্তর অংশে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি যে উচ্চতায় স্টেশন স্থাপন করেছে, তার চেয়ে ৩০ মিটার নিচে আবহাওয়া স্টেশন স্থাপন করেছে চিন। চিনাদের স্টেশনটি সমতল থেকে ৮ হাজার ৮০০ মিটার উঁচুতে। চিনা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ৫,২০০ মিটার থেকে ৮,৮০০ মিটারের মধ্যে ৮টি স্টেশন স্থাপন করেছে তারা।
Post a Comment