ইনি হলেন এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ, যিনি অসংখ্য ইতিহাসের সাক্ষী


ODD বাংলা ডেস্ক: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী-পুরুষের স্বীকৃতি। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভেনেজুয়েলার জুয়ান ভিসেন্টে পেরেজ। ৪ ফেব্রুয়ারি ২০২২-এ তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

আজ তাঁর বয়স ১১২ বছর ১১ মাস ২৩ দিন। আগামী ২৭ মে তিনি ১১৩ তম বছরে পদার্পণ করবেন। তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (জীবিত) হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন। যদিও এরই মধ্যেই সেই স্বীকৃতি পেয়েছেন তিনি।

জুয়ান ভিসেন্টের আগে মিস্টার স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ২০২২ সালের ১৮ জানুয়ারী তিনি ১১২ বছর ৩৪১ দিন বয়সে মারা যান। এরপর জুয়ান ভিসেন্টে সেই পদ পেলেন।

জুয়ান ভিসেন্টে পেরেজ ১৯০৯ সালের ২৭ মে ভেনিজুয়েলার তাচিরার এল কোব্রেতে জন্মগ্রহণ করেন। জুয়ান ছিলেন ইউটিকিও দেল রোজারিও পেরেজ মোরা এবং এডেলমিরা মোরার দশ সন্তানের মধ্যে নবম সন্তান। তাঁর পরিবার ১৯১৪ সালে সান জোসে দে বলিভারের একটি গ্রাম লস পাজুইলেসে চলে আসে। ৫ বছর বয়স থেকে তিনি তার বাবা ও ভাইদের সঙ্গে কৃষিকাজ শুরু করেন। তার পরিবার আখ ও কফি চাষ করতেন।১৯৪৮ সালে তিনি ক্যারিকুয়েনায় একজন শেরিফ হিসেবে নিযুক্ত পান। পরবর্তীতে তিনি তার কৃষক জীবনে থাকাকালীন দশ বছর ধরে চলে আসা জমি ও পারিবারিক বিরোধ সমাধান করতে সক্ষম হন।

এডিওফিনা ডেল রোজারিও গার্সিয়াকে বিয়ে করেছিলেন। ৬০ বছর তারা একসঙ্গে সংসার করেছেন। তাঁদের ছয় পুত্র ও পাঁচ কন্যা সন্তান রয়েছে। ৪১ জন নাতি-নাতনিও আছে তাদের। ১৯৯৭ সালে রোজারিও মারা যান।কৃষিকাজের মতো জুয়ানের জীবনে ধর্ম পালনও খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনে তিনি খুবই ধার্মিক এবং পারিবারিক সম্পর্কের ব্যাপারে খুবই সচেতন ছিলেন।

জুয়ান ভিসেন্টে টেলিভিশন এবং ইন্টারনেটের মতো অনেক অসাধারণ আবিষ্কারের সাক্ষী। ৫১ বছর বয়সে তিনি প্রথম আইডি কার্ড বানান। আইডি কার্ডে ব্যবহারের জন্য প্রথম তিনি সাদা কালো ছবি তুলেছিলেন। বর্তমানে জুয়ান শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ। মাত্র ৭ দিন পরই তিনি পালন করবেন তার ১১৩তম জন্মদিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.