জ্যৈষ্ঠ্য মাসে করুন মা মঙ্গলচণ্ডীর আরাধনা, অমঙ্গল ছুঁতেও পারবে না
ODD বাংলা ডেস্ক: যাঁর নামে মধুর ও মনোহর, যাঁর হাতে বর ওঅভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় বস্ত্র পরিধান করে আছেন৷ যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা৷ যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই দেবী মঙ্গলচণ্ডী৷
জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন৷বেশ কয়েকটি কারণে দেবী মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়৷ অভিষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবার দেবীর পুজো-অর্চনা করেন৷দেবী মঙ্গলচণ্ডীর পুজো করলে জীবনে নেমে আসে মঙ্গল৷ থাকে না আর কোনও বাধা৷ জৈষ্ঠ্য মাসের প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গল চণ্ডী ব্রত৷
সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরধনা করা তাই একান্তই প্রয়োজন৷ কুমারীজীবনে থেকেই মঙ্গলচণ্ডী দেবীর পুজো করলে সারা জীবন দেবীর কৃপা আশীর্বাদ বর্ষিত হয়৷
Post a Comment