কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড


ODD বাংলা ডেস্ক: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। তাঁর মৃত্যুদণ্ডের আবেদন করেছিল তদন্ত সংস্থা এনআইএ। ইয়াসিনের আইনজীবী যাবজ্জীবনের আবেদন করেন।  গত ১৯ মে দিল্লির এনআইএ আদালতে দোষী সাব্যস্ত হয় ইয়াসিন মালিক।

তবে বিচারক সেদিন সাজার সিদ্ধান্ত নেননি। সাজার রায় বুধবার ঘোষিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী এদিন দুপুরে সাজা ঘোষণা করেন আদালত। দুটি মামলায় যাবজ্জীবন সাজার পাশাপাশি মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। ইয়াসিনের সাজা ঘোষণার আগে কাশ্মীরের শ্রীনগরে বন্ধের পরিবেশ। বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। গোলযোগ এড়াতে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।

ইয়াসিন মালিকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় জঙ্গি কার্যকলাপ, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ সদস্যপদ গ্রহণসহ একাধিক ধারায় মামলা করা হয়েছিল।  ইয়াসিন মালিক আদালতকে জানায়, তিনি ১৯৯৪ সাল থেকে অস্ত্র ছেড়েছেন। তার পর থেকে মহাত্মা গান্ধীর প্রদর্শিত অহিংসার পথেই চলেছেন। মালিক আরও জানান, তিনি আর রাজনীতি করবেন না। তাই আদালত যদি তাঁকে মৃত্যুদণ্ড দেয়, তিনি আপত্তি করবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.