নিলামে বিক্রি হলো ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যাকেট. দাম শুনলে অবাক হবেন


ODD বাংলা ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর প্রথম দিকে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে দেখা যেত চকোলেট রঙের একটি পশমের জ্যাকেট পরে থাকতে। যেভাবে তিনি নানা প্রতিকূলতার বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার নেতৃত্ব দিচ্ছেন, তাতে অনেকের কাছেই তিনি 'স্টার'।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সেই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে তহবিল সংগ্রহে নামে ইউক্রেনের দূতাবাস। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে তহবিল সংগ্রহ শুরু হয়েছে লন্ডনে। সেখানেই বিক্রি হয়েছে জেলনস্কির ব্যবহারের জ্যাকেট।

১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে সেই সাদামাটা পশমের জ্যাকেট। ওই জ্যাকেটে স্বাক্ষর রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের। তিনি যে ওই জ্যাকেটটি ব্যবহার করেছেন, সেই ছাপও স্পষ্ট রয়েছে। লন্ডনে অনুষ্ঠিত এই তহবিল সংগ্রহ কর্মসূচির নাম দেওয়া হয় ‘সাহসী ইউক্রেন’। অনুষ্ঠানে যুদ্ধ চলাকালীন ইউক্রেনবাসীর নানা সাহসিকতার গল্প শোনানো হয়। অনুষ্ঠানটিতে জেলেনস্কির জ্যাকেটের পাশাপাশি বিক্রি হয় ইউক্রেনের ‘ফার্স্ট লেডি’র উপহার দেওয়া খেলনাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.