দশ মিনিটে বাড়িতে পৌঁছে যাবে মদ, দেশের মধ্যে প্রথম কলকাতাতেই, দাবি সংস্থার



 ODD বাংলা ডেস্ক: অনলাইনে সুরা কেনার জন্য রয়েছে একাধিক অ্যাপ। এ বার একটি বেসরকারি সংস্থার দাবি, অর্ডার দেওয়ার দশ মিনিটে বাড়িতে পৌঁছে যাবে পছন্দের মদ! এই ধরনের দ্রুত সুরা সরবরাহের পরিষেবা দেশে এই প্রথম বলেও দাবি ওই সংস্থার।


হায়দরাবাদের একটি স্টার্ট-আপের পক্ষ থেকে বুজি নামের এই অ্যাপ-নির্ভর পরিষেবাটি শুরু করা হয়েছে কলকাতায়। সংস্থার দাবি কৃত্রিম মেধা কাজে লাগিয়ে গ্রাহকের নিকটতম মদের দোকানের সন্ধান করবে অ্যাপ। আর সেখান থেকেই দশ মিনিটের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে যাবে পছন্দের মদিরা।


সংস্থার তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, তাঁরা মদ্যপানকে আরও দায়িত্বশীল করে তুলতে সচেষ্ট। তাঁদের অ্যাপের মাধ্যমেই অপ্রাপ্তবয়স্কদের মদ থেকে দূরে রাখা, অতিরিক্ত মদ্যপান থেকে কোনও ব্যক্তিকে বিরত রাখার মতো চেষ্টা করতে চান তাঁরা। পাশাপাশি, আবগারি দফতরের ছাড়পত্রের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদও জানিয়েছে সংস্থাটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.