ফের রোপওয়ে বিভ্রাট, রুদ্ধশ্বাস ৩ ঘণ্টা পর অবশেষে উদ্ধার ১১ পর্যটক


ODD বাংলা ডেস্ক:
 গত এপ্রিলে ত্রিকূট পাহাড়ের উপরে দেওঘরের রোপওয়ে বিপর্যয়ে অন্তত ৩ পর্যটকের মৃত্যু হয়েছিল। এ দিন হিমাচলের সোলানেও একই ভাবে একাধিক কেবল কার আটকে যেতেই ফিরে এসেছিল দেওঘরের আতঙ্ক। ঘণ্টা তিনেক পরে অবশ্য স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী আটক ১১ জনকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, এ দিন দুপুরে হিমাচলপ্রদেশের সোলান জেলায় কৌশল্যা নদীর উপর দিয়ে যাওয়া পারওয়ানুর রোপওয়ে মাঝ আকাশে হঠাৎ বিকল হয়ে যায়। খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই। এই রোপওয়েটি 'টিম্বার ট্রেল' রিসর্টের অন্তর্গত এবং অত্যন্ত জনপ্রিয়। ১৯৯২ সালে টিম্বার ট্রেল রিসর্টের রোপওয়েতেই এ ভাবে মাঝ আকাশে আটকে গিয়েছিলেন ১১ জন যাত্রী। সেনা ও বায়ু সেনা যৌথ অভিযান চালিয়ে তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করলেও এক জনের মৃত্যু হয়।

মাঝ আকাশে ঝুলন্ত অবস্থায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে দু'জন প্রবীণ নাগরিক ও চার জন মহিলা ছিলেন বলে খবর। রোপওয়ে বিভ্রাটের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। উদ্ধারকাজ শেষের পরে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.