১১টি বিয়ের পরও মেটেনি সাধ, হন্যে হয়ে দ্বাদশ স্বামী খুঁজছেন ৫২ বছরের নারী
ODD বাংলা ডেস্ক: নাম মনেট ডিয়াজ, মন দিয়েও ফেলেন বারে বারে। গঙ্গারাম তবু ১৯ বারে থেমেছিলেন, ইনি কবে থামবেন— জানেন না কেউ। পার্থক্য একটিই গঙ্গারাম ম্যাট্রিক পরীক্ষা দিতেন, আর মনেট দিচ্ছেন দাম্পত্যের পরীক্ষা।
১১তম বিয়েও ভেঙে যাওয়ার পর, সেই ভাঙা মন দিতেই হন্যে হয়ে দ্বাদশ স্বামী খুঁজছেন তিনি।
৫২টি বসন্ত পেরিয়ে আমেরিকার ইউটার বাসিন্দা মনেট ভেবেছিলেন একাদশতম সঙ্গী জন-ই তার আপন-‘জন’। একসঙ্গে যোগ দিয়েছিলেন একটি রিয়্যালিটি শো-তেও। কিন্তু সেই অনুষ্ঠান চলাকালীনই ফের ছন্দপতন। বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। আর তা থেকেই বিচ্ছেদের দিকে গড়ায় এই সম্পর্কটিও।
তবে প্রাক্তন স্বামীদের নিয়ে ক্রিকেট দল গঠন করার উপক্রম হলেও এখনই থামতে নারাজ মনেট। ভালোবাসার ব্যাপারে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ, তা ওই অনুষ্ঠানেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মনেট। তবে মনেট এ-ও জানিয়েছেন যে, সদ্য প্রাক্তন জনকে তিনি এতটাই ভালোবাসেন যে, তাকে ভুলতে ‘বিস্তর সময় লাগবে’ তার। কতটা সময়? মনেটের উত্তর, ‘‘অন্তত দু’মাস!’’
Post a Comment