২৭ তারিখের রাশিফল: কেমন যাবে সপ্তাহের প্রথমদিন, জেনে নিন
ODD বাংলা ডেস্ক: রাশিফল সাধারণত পুরোনো জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎবাণী করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। তেমনই জেনে নিন আজকে কী রয়েছে আপনার ভাগ্যে।
মেষ রাশি – দিনটি শুভ সম্ভাবনাময়। শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ বাড়বে। সন্তানের সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় ফাঁকিবাজির প্রবণতা বৃদ্ধি পাবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের কিছু লোকসান হবার আশঙ্কা।
বৃষ রাশি – দিনটি ভালো যাবে। পারিবারে কিছু ভালো ঘটনা ঘটার সম্ভাবনা। বৈদেশিক বাণিজ্যের স্বপ্ন পূরণ হতে পারে। আত্মীয়দের সাথে কোনো বিরোধের অবশান আশা করতে পারেন। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে সম্পর্কের উন্নতি আশা করা যায়। যানবাহন ক্রয় করার যোগ।
মিথুন রাশি – দিনটি সকল প্রকার যোগাযোগের জন্য উত্তম। সাংবাদিক ও প্রকাশকদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অগ্রগতি আশা করা যায়। ব্যবসা বানিজ্যের জন্য বিদেশ যাত্রার যোগ। পারিবারিক কাজে প্রতিবেশীর সাহায্য পেতে পারেন।
কর্কট রাশি – দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসায় বকেয়া টাকা আদায় হতে পারে। জাতিকাদের সঞ্চয়ের যোগ প্রবল। খাদ্য দ্রব্য ও পোষাক নির্মাতাদের ব্যবসায় উন্নতি আশা করা যায়। গৃহে শ্যালক শ্যালিকা বা দেবর ননদের আগমন হবে। ব্যবসায়ীক লেনদেনে একটু সতর্ক থাকুন।
সিংহ রাশি – দিনটি ভালো যাবে। সকালের দিকে কিছু আর্থিক সঙ্কটে থাকলেও বিকালে তা দূর হয়ে যাবে। শেয়ার ব্যবসায় ভালো আয় করতে পারবেন। বিকালের দিকে ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য পেতে পারেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রার সুযোগ পাবেন।
কন্যা রাশি – দিনটি ভালো যাবে। দাম্পত্য জীবনে অগ্রগতি আশা করা যায়। ব্যবসায়ীক বকেয়া আদায় হবে। দুপুরের পর আর্থিক অবস্থার উন্নতি হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশানের আশঙ্কা। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। তাড়াহুরো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না।
তুলা রাশি – দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কর্মস্থলে ঝামেলা হতে পারে। শরীর কিছুটা দুর্বল থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের আশা করতে পারেন। অংশিদারি ব্যবসায় ভালো রোজগার করতে পারবেন। ম্যারেজ মিডিয়া ও বিবাহ শাদীর উপকর বিক্রেতাদের ভালো রোজগার হবে।
বৃশ্চিক রাশি – দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের পড়াশোনা নিয়ে সকালের দিকে ব্যস্ত হতে পারেন। শিল্পী ও কলাকুশলীরা কিছু রোজগারের সুযোগ পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে ও কর্ম ক্ষেত্রে সহকর্মী বা অংশিদারের সাথে বিকালের দিকে কিছু ঝামেলা হতে পারে। অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।
ধনু রাশি – দিনটি ভালো যাবে। দূরে কোথাও যাত্রার সম্ভাবনা প্রবল। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু ঝামেলা হবার আশঙ্কা। কেনাকাটার জন্য অর্থ ব্যয়ের যোগ প্রবল। শেয়ারের ব্যবসা করলেও আজ আপনি যথেষ্ট লাভ করবেন।
মকর রাশি – দিনটি ভালো যাবে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। বিদেশ থেকে কোনো অর্থ আগমনের যোগ। খুচরা পাইকারী ও অনলাইন ব্যবসায় সাফল্য আশা করা যায়। রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের ব্যবসায় ভালো আয়ের যোগ। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে।
কুম্ভ রাশি – কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটবে। পদস্ত কর্মকর্তার আনুকূল্য লাভের সম্ভাবনা প্রবল। বৈদেশিক বাণিজ্যে ভালো রোজগার হবে। বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাওয়ার যোগ। চিকিৎসক ও প্রকৌশলিদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে সফল হবেন।
মীন রাশি – দিনটি ব্যয় বহুল। ব্যক্তিগত বা ব্যবসায়ীক কাজের জন্য দূরে যেতে হবে। কর্মস্থলে ভালো কোন সুযোগ আসার সম্ভাবনা। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরুপ লাভের সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে কোনো বড় আকারের বিনিয়োগ না করাই ভালো।
Post a Comment