'777 Charlie' দেখার পর বাড়ছে ল্যাব কেনার ঝোঁক, আতঙ্কের প্রমাদ গুনছে PETA


ODD বাংলা ডেস্ক: মুক্তির পর থেকেই লোকমুখে ছড়িয়ে পড়েছে '৭৭৭ চার্লি' ছবিটি। চলচ্চিত্রপ্রেমীরা তো বটেই সারমেয় প্রেমীদেরও চোখে জল এনে দিয়েছে এই ছবি। এক ব্যক্তির সঙ্গে একটি ল্যাবরেডর প্রজাতির কুকুরের গভীর সম্পর্ক ঘিরে তৈরি এই ছবি। আর যা দেখার পর থেকেই পোষ্যপ্রেমীদের মধ্যে রাতারাতি বেড়ে গিয়েছে ল্যাবরেডরের চাহিদা। সিনেমা হল থেকে বেরিয়েই ল্যাব পোষার ইচ্ছেপ্রকাশ করছেন প্রায় সকলেই।

তবে এই নিয়ে সারমেয়প্রেমীদের সতর্ক করল পেটা (People For Ethical Treatment Of Animals)। ইতিমধ্যেই সংস্থার তরফে একটি আর্জি জানানো হয়েছে। ল্যাবের চাহিদা রাতারাতি বেড়ে যাওয়ায় বেআইনি কুকুরের ব্যবসাও মাথাচাড়া দিচ্ছে। ফলে রেজিস্ট্রেশন নেই এমন কোনও পোষ্যের দোকান কিংবা ব্রিডারের থেকে ল্যাব কিনতে নিষেধ করছে পেটা।

ঠিক যেমনটা ছবিতে দেখানো হয়েছে, বাস্তবেও সেই বিষয়টি খেয়াল রাখতে অনুরোধ পেটার। ল্যাব কেনার ইচ্ছে প্রকাশ করেছেন যাঁরা, তাঁদের সকলকেই পেটার স্মরণ করিয়েছে সিনেমার প্লটের কথা। '৭৭৭ চার্লি' সিনেমায় একজন নিষ্ঠুর ব্রিডারের হাত থেকে পালিয়ে রক্ষা পেয়েছিল ওই সারমেয়টি। এই নিয়ে পেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অফ সেলেব্রিটি অ্যান্ড পাবলিক রিলেশন সচিন বাঙ্গেরা বলেন, "ভোডাফোনের পাগ হোক কিংবা এই ৭৭৭ চার্লি সিনেমায় দেখানো ল্যাবরেডর, মিডিয়ায় দেখানো প্রজাতির সারমেয় সর্বদাই পোষ্যপ্রেমীদের আকর্ষণ করে। ফলে রাতারাতি সেই প্রজাতির কুকুর কেনার প্রতি ঝোঁক বাড়ে মানুষের। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই মাথাচাড়া দেয় কুকুর নিয়ে বেআইনি ব্যবসা।"

সচিন বাঙ্গেরার আর্জি, "যারা প্রকৃত সারমেয়প্রেমী এবং বাড়িতে একজন নতুন সদস্যকে স্বাগত জানাতে চাইছেন, তাঁরা অনুগ্রহ করে ধৈর্য্য ধরে সঠিক ব্রিডারের থেকেই ল্যাব কিনুন।"

প্রসঙ্গত, আমেরিকাতেও '১০১ ডালমেশিয়ান' (101 Dalmatian) ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেউ শিশুদের মধ্যে ডালমেশিয়ান কুকুরের প্রতি ঝোঁক বেড়েছিল। কিন্তু, ঝোঁক কমে যেতেই বাড়ি থেকে কুকুরদের বের করে দেওয়ার প্রবণতা বাড়ছে বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.