সুপ্রিম নির্দেশে, রুজিরাকে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ ED-র


ODD বাংলা ডেস্ক:  কয়লাকাণ্ডে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের (TMC MP) দাবি মেনেই এবার তাঁকে ও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে এবার কলকাতায় (Kolkata) এসেই এই মামলায় অভিষেক ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED।

কয়লা পাচারকাণ্ডে কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে CBI। এবার তাঁকে তলব করল ED। সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁকে CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ তদন্তকারী দল দিল্লি থেকে আসছে প্রাথমিকভাবে জানা গিয়েছে এমনটাই। উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন CBI আধিকারিকরা। কয়লাপাচার মামলায় তাঁরা জিজ্ঞাসাবাদ করেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। প্রায় সাত ঘণ্টা তাঁকে ম্যারাথন জেরা করা হয়।

উল্লেখ্য, এর আগে ED-র তরফে সমন করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরাকে। ED-র সমনকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক ও রুজিরা দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দেয়। একসঙ্গেই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেক এবং রুজিরাকে। এরপরেই তৃণমূল সাংসদের (TMC MP) আর্জি মেনেই তাঁকে ও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.