বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারাল হাজারেরও বেশি, আহত প্রায় ১৫০০!


ODD বাংলা ডেস্ক:  ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে এর জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১০০০-এরও বেশি মানুষ। এছাড়া আহত হয়েছেন প্রায় ১৫০০-এরও বেশি। বুধবার, ২২ জুন ভোরে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে। 

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের দৃশ্য উঠে এসেছে। 

আফগানিস্তানের স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর খোস্ত থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। কেন্দ্রস্থল থেকে অন্তত ৫০০ কিলোমিটার পর্যন্ত ভূমিকম্পটি অনুভূত হয়েছে। 

আফগানিস্তানের যে অংশ ভূমিকম্পের কবলে পড়েছে, সেখানে মূলত দুঃস্থ, দরিদ্র মানুষের বাস। ফলে তারা যে বাড়িগুলিতে থাকেন, সেগুলির কোনওটিরই ভিত মজবুত নয়। কোনও রকমে ইট-পাথর সাজিয়ে, মাথায় ছাউনি চাপিয়ে বসবাস করেন তাঁরা। তাতেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে খবর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.