বাবা হচ্ছেন রণবীর কাপুর, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন আলিয়া ভাট


ODD বাংলা ডেস্ক: মা হতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)! সোমবার সকালে ইনস্টাগ্রামে সুখবর দিলেন রণবীর ঘরনি। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী।

বিয়ের আড়াই মাসের মাথায় সুখবর দিলেন আলিয়া।  ইনস্টাগ্রামে আলিয়া একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে দেখা যায়, এই অভিনেত্রী হাসপাতালের বেডে সোনোগ্রাফি করাচ্ছেন।তাকিয়ে রয়েছেন মনিটরের দিকে। ছবি বলে দিচ্ছে, অনাগত সন্তানের হার্টবিট দেখে খুশিতে আত্মহারা এই বলিউড নায়িকা। সেই ছবিতে দেখা যায়, তার পাশে একজন বসে আছেন।সকলে নিশ্চিত তিনি রণবীর। ছবিটি পোস্ট করে আলিয়া লিখেছেন, আওয়ার বেবি কামিং সুন (শিগগিরই আমাদের সন্তান আসছে)।

রণবীর ও আলিয়া ভাটের ভেরিফায়েড গ্রুপগুলো থেকেও শুভকামনা জানানো হয়েছে।রণবীর ফ্যান ক্লাবের একটি পোস্টে বলা হয়েছে, রণবীর আলিয়া দম্পতির প্রথম সন্তান আসছে। তাদের অভিনন্দন। আলিয়ার পোস্টে অভিনন্দন জানিয়েছেন, করণ জোহর, পরিণীতা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, টাইগার শ্রফসহ একাধিক তারকা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.