প্যারিস ঘুরতে গিয়ে লক্ষাধিক টাকার জিনিস খোয়ালেন বলি অভিনেতা অনু কাপুর


ODD বাংলা ডেস্ক: বেড়াতে বেরিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়ে থাকে আমাদের। কিন্তু বেড়াতে গিয়ে যদি কোনও মানুষকে ডাকাতির কবলে পড়তে হয়, তখন এর থেকে খারাপ আর কিই বা হতে পারে। আর এবার প্যারিসে বেড়াতে গিয়ে সর্বস্ব খোয়ালেন জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক অনু কাপুর। হ্যাঁ, এক্কেবারে দিনে দুপুরে সর্বস্ব চুরি গেল অনুর। এই ঘটনার পর মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা। 

প্যারিস একটি স্টেশন থেকে ভিডিয়ো পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। যেখানে অনু কাপুর বলেন, ‘আমার সব কিছু চুরি হয়ে গিয়েছে। ওয়ালেট থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ফ্রান্সের টাকা ইউরো, এমনকী আইপ্যাডও ছিনতাই হয়েছে।’ তিনি আরও জানান,সকলে যেন খুব সাবধানে ঘুরতে আসে ফ্রান্সে ওই শহরে নাকি সকলে চোর এমনটাই দাবি অভিনেতার।

অনু বলেন, কখন কী ছিনতাই হয়ে যাবে বোঝায় উপায় নেই! চোখের সামনেই দেখবেন সব কিছু গায়েব। ফ্রান্সে কাউকে বিশ্বাস করবেন না!’ অভিনেতা শেষে বলেন, পুলিশকে জানিয়েছি, কিন্তু এতে কতটা উপকার হবে, তা সন্দেহ আছে। অভিনেতা জানান, এখন আমার কাছে শুধু পাসপোর্টটাই আছে। এটা চুরি গেলে আরও বিপদে পড়তাম। জানি না এখনকী হবে। ফ্রান্সে ঘুরতে এলে খুব সাবধান!''

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.