অন্য স্বাধীনতা: বিন্দুর দুটো পতাকা বেশি বিক্রি হবে, তাই তার আনন্দের দিন আজ


Odd বাংলা ডেস্ক:  ময়দান এলাকায় বাবা-মায়ের সঙ্গে ত্রিপল খাটিয়ে থাকে বিন্দু। বাবা 'পাতাখোর'। চামচে কীসব গুলে ইঞ্জেকশন দিয়ে নিজের শরীরে যেন ঢুকিয়ে দেয় ওর বাবা। বহুবার দেখেছে বিন্দু। ওর মা কোথায় যেন একটা চলে যায় রোজ ওকে রেখে। আবার সন্ধের আগে ফিরে আসে। মায়ের গলায় মাঝে মাঝে কামড়ের দাগ থাকে। মা ক্লান্ত হয়ে ফেরে। কখনও কখনও বিন্দুর জন্য হাতে করে খাবারও নিয়ে আসে। বিন্দু বেশ কাজ করতে পারে। বিন্দুর বাবার এক বন্ধু সেও ওভাবেই ইঞ্জেকশন দিয়ে গায়ে কীসব ঢোকায়। সেই তাকে শিখিয়েছে মানুষের কাছে কীভাবে ভিক্ষা করবে সে। টাকা না দিলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলেছে বিন্দুকে। বিন্দুও দেখেছে প্রণাম করলে মানুষ টাকা দিয়ে দেয়। 

মাঝে মাঝে বিন্দু ভিক্ষা করেনা। সেই দিনগুলো বিন্দুর মুখস্ত। এই যেমন ২৩শে জানুয়ারি, ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট এই সব। বিন্দুর এই দিনগুলোতে ভিক্ষা থেকে ছুটি। বিন্দুকে তার সেই ভিখারি কাকু কিছু পতাকা এনে দেয়। বিন্দু জানে এটা ভারতের পতাকা। গাড়িতে বসে থাকা লোকেরা আজকে এই পতাকা কিনবে। একটা পতাকা বিক্রি করতে পারলে বিন্দু ২টাকা পাবে। তাই আজকেও বিন্দু বেরিয়েছে পতাকা হাতে। আজ আর কারও পা ছুঁয়ে ভিক্ষা চাইবে না ছোট্ট বিন্দু। কারন আজ স্বাধীনতা দিবস।   
Blogger দ্বারা পরিচালিত.