শুধু প্রসাধনীতে খরচ ৩৮ লক্ষ! একুশেই সাতটি বাংলো-সহ ৩৯ কোটির মালকিন ‘বিকিনি বার্বি’

 


ODD বাংলা ডেস্ক: আমেরিকার এক হতদরিদ্র পরিবারে জন্ম। তবে একুশে পৌঁছনোর আগেই কোটি কোটি ডলারের সম্পত্তি বাগিয়ে নিয়েছেন মডেল লিনসে ডোনোভান। অনুরাগীদের কাছে যিনি ‘বিকিনি বার্বি’ নামেই বেশি পরিচিত। আজ বেশ গর্ব করেই লিনসে বলেন, ‘‘হতদরিদ্র পরিবারে জন্মেছিলাম বটে। তবে এখন আমি কোটি কোটি ডলারের মালিক!’’


মেরিল্যান্ডের বাসিন্দা মেরি এবং ভিনসেন্ট ডোনোভানের সংসারে নিত্য টানাটানি লেগেই থাকত। ছোটবেলা থেকে তার আঁচ টের পেয়েছেন ডোনোভানদের মেয়ে লিনসেও। তবে তা সত্ত্বেও অতলান্তিকের গা-ঘেঁষা ওই রাজ্যে জীবনের প্রথম ১৮ বছর কাটিয়েছেন তিনি। এর পর পাড়ি দেন আমেরিকার অন্য প্রান্তে।


লিনসের বয়স তখন ১৮। ওই বয়সেই নিজের শহর ছেড়ে ফ্লরিডায় পাড়ি দিয়েছিলেন। সে দিনটা ছিল তাঁর ১৮তম জন্মদিন।


কম বয়স থেকেই মডেলিংয়ের দিকে ঝোঁক। রূপটান করা বা কেতাদুরস্ত পোশাক গায়ে চাপানোরও শখ ছিল। কিন্তু, টানাটানির সংসারে সে সব স্বপ্ন দেখাও বাহুল্য মনে হত লিনসের। তাই স্বপ্নপূরণের লক্ষ্যে শহরবদলের চিন্তা শুরু হয়েছিল।


ফ্লরিডায় পা রাখার পর মডেলিং শুরু করেন লিনসে। বিকিনির মতো স্বল্পবাসে নিজের ভিডিয়ো তুলে নেটমাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করেন।


বিকিনি পরিহিতা নীল চোখের মেয়েটির অনুরাগীর সংখ্যা বাড়তে সময় লাগেনি। বছরখানেকের মধ্যেই লিনসের সম্পত্তির পরিমাণও হু হু করে বেড়ে যায়। ১৯ বছর বয়সেই লক্ষ লক্ষ টাকা রোজগার করে ফেলেন তিনি।


বিকিনি মডেলিং করা ছাড়াও ইনস্টাগ্রাম বা টিকটকের মতো অ্যাপেও নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন লিনসে। শুধুমাত্র টিকটক অ্যাপেই তাঁর ভক্তসংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার।


ফ্লরিডায় যাওয়ার পর এক সময় ন্যুড মডেলিংও শুরু করেন লিনসে। ডান্স ভিডিয়োতে ভেসেছেন। বিজ্ঞাপনী জগতেও দেখা গিয়েছে তাঁকে। মিষ্টি হাসির পাশাপাশি ৫ ফুট ৪ ইঞ্চির তন্বী লিনসের ব্যক্তিত্বও তখন নজরে পড়তে শুরু করেছে।


বিকিনি মডেলিংয়ের দুনিয়ায় লিনসের নাম ছড়াতে বেশি দেরি হয়নি। যদিও তত দিনে নিজের একটি পোশাকি ঠিক করে ফেলেছিলেন তিনি— ‘বিকিনি বার্বি’। ওই নামেই বেশি জনপ্রিয় লিনসে।


এককালে চরম দারিদ্রে বড় হওয়া লিনসের কাছে আজ সাত-সাতটি প্রাসাদোপম বাংলো রয়েছে। তবে মডেলিংয়ের জগতে তারকার খ্যাতি পেলেও মা-বাবাকে ভোলেননি লিনসে। তাঁদের জন্য একটি বাংলো কিনেছেন তিনি।


সুইমিং পুলওয়ালা ওই বিশাল বাংলো দেখে লিনসের মা-বাবা তো হতবাক! লিনসে বলেন, ‘‘স্বপ্নের বাড়ি উপহার দিয়ে মা-বাবাকে চমকে দিতে চেয়েছিলাম।’’


চার বেডরুম, ছ’টি বাথরুম ছাড়াও ওই বাংলোতে অতিথিদের থাকার বন্দোবস্ত রয়েছে। লিনসে বলেন, ‘‘এমন বাংলোবাড়ি ঘুরেফিরে দেখে মা-বাবা তো বলেই ফেলেছেন, ‘এই বাড়িটা আমাদের জন্য কিনেছ?’ এটা ভেবেই ভাল লাগে যে ধরনের জীবন ওঁদের প্রাপ্য, মা-বাবাকে তা-ই দিতে পেরেছি!’’ মা-বাবা যে তাঁর জীবনের মূল স্তম্ভ, সে কথাও জানিয়েছেন লিনসে।


মা-বাবার পাশাপাশি নিজের জীবনকেও প্রায় গুছিয়ে ফেলেছেন ২১-এ পা রাখা এই মডেল। সাতটি বাড়ি ছাড়াও বিলাসের যাবতীয় সামগ্রী রয়েছে লিনসের কাছে। সম্প্রতি ‘ওজ’ নামে একটি ঘোড়াও কিনেছেন তিনি।


লিনসে জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় ৭৭ লক্ষ টাকার পোশাক কিনে ফেলেছেন তিনি। সঙ্গে প্রসাধনী সামগ্রীর পিছনে খরচ করে ফেলেছেন প্রায় ৩৯ লক্ষ টাকা।


বিকিনি মডেলিংয়ের ছবি বিক্রির পাশাপাশি বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করাও শুরু করে দিয়েছেন লিনসে। এই বয়সেই তাঁর সম্পত্তির পরিমাণ ৩৯ কোটি টাকা।


সাধে কি আর লিনসের মা-বাবা বলেন, ‘‘আমাদের মেয়ে বরাবরই অর্থ উপার্জন করতে চেয়েছিল!’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.